E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সদর সাব রেজিষ্টারের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বুধবার থেকে দলিল লেখকদের কলম বিরতি

২০২০ জুলাই ০৭ ২৩:২৪:২৯
সাতক্ষীরা সদর সাব রেজিষ্টারের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বুধবার থেকে দলিল লেখকদের কলম বিরতি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর সাব রেজিষ্টার রফিকুল আলম  দলিল সম্পাদনে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়ার প্রতিবাদে বুধবার থেকে কলম বিরতির ডাক দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ মঙ্গলবার বিকেলে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেন।

শ্রমিক নেতা তেহিদুর রহমান ডাবলু বলেন, মঙ্গলবার সকালে তিনি একটি ঘোষণাপত্র দলিলের জন্য খরচ জানতে সদর সাব রেজিষ্টারের কাছে যান। সাব রেজিষ্টার রফিকুল আলম দলিল করতে এক হাজার টাকা লাগবে বলে জানান। পরবর্তীতে তিনি ওই দলিল নিয়ে তার টেবিলে দিলে না দাবি দলিল করতে হবে ও সেজন্য এক লাখ টাকা লাগবে বলে জানান। এ নিয়ে তার সঙ্গে বচসা হয়।

সাতক্ষীরা সদও সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন বলেন, তিনি ফিংড়ি এলাকার ওমর আলীর ওয়ারেশদের চার শতক জমি ৪০ হাজার টাকার দলিল করার জন্য মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সাব রেজিষ্টারের টেবিলে রাখেন। ওই দলিল করতে সাব রেজিষ্টার তার কাছে অনৈতিক সুবিধা দাবি করলে তার সঙ্গে বচসা বেধে যায়। বিষয়টি নিয়ে উপস্থিত দলিল লেখকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। একপর্যায়ে তিনি উপস্থিত আটজন দলিল লেখককে নিয়ে সভাপতিসহ কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে পরামর্শ করে বুধবার থেকে কলম বিরতি ঘোষণা করেন।

জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর সাব রেজিষ্টার রফিকুল আলমের ০১৭১১-২৭৩৪৫৩ নং মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

(আরকে/এসপি/জুলাই ০৭, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test