E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ১৮ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

২০২০ জুলাই ১৩ ১৭:১৮:৪৩
বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ১৮ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা আক্রান্ত। তিনজনের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। আরেকজনের রির্পোট নেগেটিভ এসেছে। 

রবিবার রাতে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, করোনা আক্রান্ত হয়ে মৃতদের মেেধ্য শিরিন নামে ১৭ দিনের এক শিশু রয়েছে। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। শিরিন নগরীর ২১নং ওয়ার্ডের গোলাম হোসেনের মেয়ে।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া অন্যরা হলেন সূর্যবানু (৮৬), সিদ্দিক আলী (৮০) এবং লুৎফর রহমান (৬৫)। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কদল আলী (৬৫), সুফিয়া বেগম (৬৫) এবং সন্তোষ রায় (৬৮)। এদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া শনিবার রাত ১২টা ৪৩ মিনিটে মারা যান আব্দুল গনি হাওলাদার (৭০)। তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

হাসপাতালের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত মারা গেছেন ১৩১ জন। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের।

(টিবি/এসপি/জুলাই ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test