E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সামাজিক অনুষ্ঠান চালুর দাবিতে বাবুর্চিদের মানববন্ধন

২০২০ জুলাই ১৩ ১৮:৫৬:৪০
সামাজিক অনুষ্ঠান চালুর দাবিতে বাবুর্চিদের মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বিয়েসহ সকল সামাজিক অনুষ্ঠান চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ডেকারেটর বাবুর্চি শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় জেলা ও উপজেলার দুই শতাধিক নারী-পুরুষ বাবুর্চি।

এ সময় মাবববন্ধনে বক্তারা অভিযোগ করেন, করোনা পরিস্থিতি সবকিছু সীমিত আকারে চালু হলেও বন্ধ রয়েছে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান। এতে অনাহারে দিন কাটছে জেলার দুই শতাধিক বাবুর্চির। তাই দ্রুত বিয়েসহ সকল সামাজিক অনুষ্ঠান চালু করার আহবান জানান। তা না হলে আগামী দিনগুলো তাদের মানববেতর জীবনযাপন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা ডেকারেটর বাবুর্চি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খোন্দকার খায়রুল হাসান নিটুল, সদর উপজেলা ডেকারেটর বাবুর্চি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হায়দার মাতুব্বর প্রমুখ।

(এএস/এসপি/জুলাই ১৩, ২০২০)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test