E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে নতুন করে করোনা আক্রান্ত ২৯ জন

২০২০ জুলাই ১৩ ২৩:৩৬:০০
দিনাজপুরে নতুন করে করোনা আক্রান্ত ২৯ জন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে ইপিআইয়ের এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে আরো ২৯ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত সংখ্যা এখন ৯৯৮জন। 

দিনাজপুরের বিরামপুর উপজেলার ইপিআই এর এক স্বাস্থ্যকর্মীসহগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আরো ২৯ জন আক্রান্ত সনাক্ত হয়েছে। বলে এ প্রতিবেদক শাহ আলম শাহীকে নিশ্চিত করেছেন, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মো. আব্দুল কুদ্দুস।

আজ নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদরে ৩ জন, ফুলবাড়ীতে ৭ জন, চিরিরবন্দরে ২ জন, বিরামপুরে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে ৩ জন, ঘোড়াঘাটে ৩ জন, বিরলে একজন, কাহারোলে একজন এবং হাকিমপুরে একজন রয়েছ। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা ৯৯৮জন। আর এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৮ জনের। করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে আরো ২২ জনের। আজ ২০ জনসহ জেলার এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে, ৫৯৫ জন।

(এস/এসপি/জুলাই ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test