E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাসাইলে ব্রিজ ভেঙে যাতায়াত বন্ধ

২০২০ জুলাই ১৭ ১৪:৩৯:৩৭
বাসাইলে ব্রিজ ভেঙে যাতায়াত বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল-কাঞ্চনপুর সড়কে ছনকাপাড়া নামকস্থানে বন্যার পানির তীব্র স্রোতে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বাসাইল ও মির্জাপুর উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানায়, বুধবার (১৫ জুলাই) বিকাল থেকে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বিভিন্নস্থান ডুবে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনপাড়ার ব্রিজটি পানির তীব্র স্রোতের কবলে পড়ে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ব্রিজটি হঠাৎ ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় বাসাইল ও মির্জাপুর উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া, ছনকাপাড়া, কাজিরাপাড়া, কোদালিয়াপাড়া, ফতেপুর, পাটদিঘীসহ প্রায় ৩০ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।

বাসাইল এলজিইডি’র উপজেলা প্রকৌশলী রোজদিদ আহম্মেদ জানান, ১৯৯২-৯৩ সালে ‘কেয়ার বাংলাদেশ’-এর আওতায় সাড়ে ১১ মিটারের ওই ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। এ কারণে পানির স্রোতে ভেঙে পড়েছে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতোমধ্যেই নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো রয়েছে।

(আরকেপি/এসপি/জুলাই ১৭, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test