E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুপুরের কুড়াগাছা-কামারচালা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

২০২০ জুলাই ১৮ ১৫:০৩:৫৭
মধুপুরের কুড়াগাছা-কামারচালা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা-কামারচালা ৪ কিমি. বেহাল সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 

শুক্রবার (১৭ জুলাই) বিকালে সড়কের কুড়াগাছা অংশে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় পাঁচ শতাধিক লোক অংশ নেয়।

স্থানীয়রা জানায়, মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের কুড়াগাছা-কামারচালা সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান স্বাধীনতার ৪৯ বছরেও সড়কটি পাকাকরণ না করায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে চাষিদের কষ্ট হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

এ সড়ক দিয়ে চাপাইদ দাখিল মাদ্রাসা, পিরোজপুর রামজীবন উচ্চ বিদ্যালয়, কুড়াগাছা প্রাথমিক বিদ্যালয়, পিরোজপুর আশ্রয়ন প্রকল্প, পিরোজপুর ও কুড়াগাছা বাজারে যাতায়াতকারী নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করে থাকে। কুড়াগাছা, চাপাইদ, পিরোজপুরসহ কয়েকটি গ্রামে প্রচুর পরিমাণে আনারস, কলা, পেঁপে, আদা, কচু ও সবজি চাষ হয়ে থাকে। এ এলাকা সবজি চাষের জন্য খ্যাত। এ এলাকার সবজি বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। সড়কটি বেহাল থাকার কারণে কৃষিপণ্য পরিবহণে পতিরিক্ত ভাড়া দিতে হয়। সড়কটি পাকা করণের দাবিতে কয়েকশ’ মানুষ ব্যানার-ফেষ্টুন নিয়ে মানববন্ধন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কুড়াগাছা গ্রামের শিক্ষার্থী নাজিম উদ্দিন, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল হোসেন, স্থানীয় পল্লী চিকিৎসক মামুনুর রশিদ, কৃষক ইব্রাহীম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সড়কটি পাকা করণের দাবি জানান।

কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক সরকার জানান, এ সড়কটি উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি পাকাকরণ দরকার। এ এলাকায় প্রচুর পরিমাণে কৃষি ফসল উৎপাদন হয়। এ ফসল বাজারজাত করতে কৃষকদের কষ্ট হচ্ছে।

(আরকেপি/এসপি/জুলাই ১৮, ২০২০)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test