E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ

২০২০ জুলাই ১৮ ১৮:৩১:৪৮
আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা মধ্য বয়সী লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ। 

আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ

উদ্ধার হওয়া ওই নারীর লাশ ওই বাড়ির মৃত নীম চাঁদ হালদার ও কানন বালা হালদারের মেয়ে বাসনা হালদার। বাসনা ওই গ্রামের পাশেই আহুতি বাটরা গ্রামের নির্মল হালদারের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী। লাশ উদ্ধারের পর থেকেই পুলিশ বিভিন্ন তদন্ত কৌশল অবলম্বন করে শুক্রবার সন্ধ্যায় ওই নারীর পরিচয় উদঘাটন করেছে।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন ও ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম শুক্রবার রাতে এই প্রতিনিধিকে জানান, শুক্রবার খুব সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা হিন্দু নারীর (৫৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই দিন দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

লাশ উদ্ধারের ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-১৬ (১৭.৭.২০)। শনিবার সকালে লাশ মর্গে প্রেরণ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, শুক্রবার খুব সকালে একই বাড়ির চন্দ্রবালা পুকুরে কিছু একটা ভাসতে দেখেন। পরবর্তিতে লাশের ভাই নিখিল সেটি মানুষের লাশ বলে সনাক্ত করলেও তার বোনের লাশ হিসেবে সনাক্ত করেনি।

পুকুর থেকে উত্তোলনের পরে বাসনার লাশ কেন তার বাবার পরিবার সদস্যরা ও স্থানীয় লোকজন সনাক্ত করেনি সেই রহস্য খুঁজছে পুলিশ।

(টিবি/এসপি/জুলাই ১৮, ২০২০)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test