E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ব্যবসায়ী প্রণব হত্যা, আদালতে খুনের কথা স্বীকার

২০১৪ আগস্ট ১৪ ১৪:৫১:৩৬
চাটমোহরে ব্যবসায়ী প্রণব হত্যা, আদালতে খুনের কথা স্বীকার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে আলোচিত বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা প্রণব সাহা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত আসামী জহির উদ্দিন (৩০)।

জহির উদ্দিন ভাঙ্গড়া উপজেলার হরিহরপুর গ্রামের আক্কেল আলীর ছেলে।
বুধবার বিকেলে পাবনার আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. কামরুজ্জামান খান এর নিকট প্রণব সাহা হত্যায় নিজেকে জড়িয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানায়, প্রণব হত্যা মামলার আসামী শুক্রবার অষ্টমণিষা বাজার এলাকাকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ৭দিনে রিমান্ড আবেদন করা হয়। আদালত সোমবার দুপুরে রিমান্ড শুনানী শেষে জহিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এই মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ হত্যাকান্ডের দিন রাতে তিনজন ও পরে আরো ২জনকে গ্রেফতার করে। ৫ জনের মধ্যে দু’জনকে জেল গেটে ও ৩ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা করে
এরা হলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৫), চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের জিন্নাত আলী মকবুলের ছেলে শরীফ হোসেন (২১), পৌর সদরের ছোটশালিখা মহল্লার তোরাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০), কুমারগাড়া সরদারপাড়া গ্রামের আকবর আলী ছেলে জিয়ারুল (২৫) এবং কুমারগাড়া গ্রামের মৃত আবুল হোসেনে ছেলে সোলেমান (৩৮)।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই চাটমোহর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উপজেলায় মির্জাপুরে বাড়িতে ফেরার পথে পৈলানপুর বটতলার নামক স্থানে প্রণব সাহাকে (৪৫) কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেল নিয়ে যায় দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের সাথে থাকা দুই দোকান কর্মচারীকে আহতবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত প্রনব সাহা উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। সে মেসার্স সাহা ট্রেডিং’র স্বত্ত্বাধিকারী। সে নিমাইচড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
(এসএইচএম/এএস/আগস্ট ১৪, ২০১৪)

PvU‡gvn‡i e¨emvqx cÖYe nZ¨v

164 avivq Av`vj‡Z Ly‡bi K_v ¯^xKvi Ki‡jb Rwni

< PvU‡gvni (cvebv) cÖwZwbwa

cvebvi PvU‡gvn‡i Av‡jvwPZ wewkó e¨emvqx I hyejxM †bZv cÖYe mvnv nZ¨vq RwoZ _vKvi K_v ¯^xKvi K‡i Av`vj‡Z 164 avivq Revbew›` w`‡q‡Q ‡MÖdZviK…Z Avmvgx Rwni DwÏb (30)|

Rwni DwÏb fv½ov Dc‡Rjvi nwinicyi MÖv‡gi Av‡°j Avjxi †Q‡j|

eyaevi we‡K‡j cvebvi Avgjx Av`vjZ-1 Gi wmwbqi RywWwkqvj g¨vwR‡óªU †gv. Kvgiæ¾vgvb Lvb Gi wbKU cÖYe mvnv nZ¨vq wb‡R‡K Rwo‡q 164 avivq Revbew›` w`‡q‡Q|

gvgjvi Z`šÍKvix Kg©KZ©v fvicÖvß Kg©KZ©v myeªZ Kzgvi miKvi Rvbvq, cÖYe nZ¨v gvgjvi Avmvgx ïµevi AógwYlv evRvi GjvKv‡K Zv‡K †MÖdZvi K‡i Av`vj‡Z †mvc`© K‡i 7w`‡b wigvÛ Av‡e`b Kiv nq| Av`vjZ ‡mvgevi `ycy‡i wigvÛ ïbvbx †k‡l Rwn‡ii 3 w`‡bi wigvÛ gÄyi K‡i|

GB gvgjvq †gvU 6 Rb‡K †MÖdZvi K‡i‡Q cywjk| cywjk nZ¨vKv‡Ûi w`b iv‡Z wZbRb I c‡i Av‡iv 2Rb‡K †MÖdZvi K‡i| 5 R‡bi g‡a¨ `yÕRb‡K †Rj †M‡U I 3 Rb‡K wigv‡Û G‡b wRÁvmvev` Kiv K‡i

Giv n‡jb, cvebv m`i Dc‡Rjvi †ngv‡qZcyi MÖv‡gi Avn¤§` Avjxi †Q‡j g‡bvqvi †nv‡mb (35), PvU‡gvni Dc‡Rjvi wejPjb BDwbq‡bi KzgviMvov MÖv‡gi wRbœvZ Avjx gKey‡ji †Q‡j kixd †nv‡mb (21), †cŠi m`‡ii †QvUkvwjLv gnjøvi †Zvive Avjxi †Q‡j kwn`yj Bmjvg (30), KzgviMvov mi`vicvov MÖv‡gi AvKei Avjx †Q‡j wRqviæj (25) Ges KzgviMvov MÖv‡gi g„Z Aveyj †nv‡m‡b †Q‡j †mv‡jgvb (38)|

cÖm½Z: MZ 15 RyjvB PvU‡gvni e¨emv cÖwZôvb †_‡K Dc‡Rjvq wgR©vcy‡i evwo‡Z †divi c‡_ ˆcjvbcyi eUZjvi bvgK ¯’v‡b cÖYe mvnv‡K (45) Kzwc‡q I k¦vm‡iva K‡i nZ¨vi ci Zvi †gvUimvB‡Kj wb‡q hvq `~e„©Ëiv| G NUbvq wbn‡Zi mv‡_ _vKv `yB †`vKvb Kg©Pvix‡K AvnZe¯’vq nvmcvZv‡j fwZ© Kiv nq|

wbnZ cÖbe mvnv Dc‡Rjvi wbgvBPov BDwbq‡bi wgR©vcyi MÖv‡gi g„Z ˆe`¨bv_ mvnvi †Q‡j| †m ‡gmvm© mvnv †UªwWsÕi ¯^Ë¡vwaKvix| ‡m wbgvBPov BDwbqb hyejx‡Mi mn-mfvcwZ|

#

kvgxg nvmvb wgjb

PvU‡gvni cÖwZwbwa, cvebv|

13-08-2014

01711-941191, 01713-763949

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test