E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাংলাদেশি আলোকচিত্রীরাও অংশগ্রহণ করতে পারবেন

রসাটমের আয়োজনে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা

২০২০ জুলাই ২৬ ১৬:১৯:১২
রসাটমের আয়োজনে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রূশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা এটমস্ট্রয়এক্সপোর্ট (এএসই) আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা-এএসই ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড ২০২০-এ অংশগ্রহণের জন্য এন্ট্রি আহবান করেছে।রসাটম প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিযোগিতার খবর জানানো হয়েঝছ।

রসাটম জানায়, এটমস্ট্রয়এক্সপোর্ট বিশ্বের যে সকল দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে সে সব দেশের জীবন, সাংস্কৃতিক সম্পদ, জাতীয় পরিচিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করানোই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

১৮ বছরের উর্ধ্ব বয়সের যে কোন পেশাদার বা সৌখিন আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। যে সকল দেশে এটমস্ট্রয়এক্সপোর্টের কার্যক্রম রয়েছে যেমন বাংলাদেশ, ভারত, মিশর, চীন, বেলারুশ, হাঙ্গেরী, ফিনল্যান্ড, তুরস্ক, বুলগেরিয়া, স্লোভাকিয়া, উজবেকিস্তান এবং রাশিয়ার প্রতিযোগীরা তাদের ধারণকৃত আলোকচিত্র পাঠানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

নিচের পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে :

১) "এটমের কাছাকাছি"-পারমাণবিক শক্তির সঙ্গে প্রকৃতি ও সমাজের সু-সহাবস্থান, পারমাণবিক শক্তির নিরাপত্তা ও পরিবেশ বান্ধবতা । চলমান কিংবা নির্মানাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে এজাতীয় ফটো ধারণ করা যেতে পারে।

২) "আমার দেশ"- জাতির এমন সাংস্কৃতিক বৈচিত্র এবং পরিচয়, যা জীবন, পোষাক-পরিচ্ছদ ও ঐতিহ্যের মাধ্যমে প্রকাশিত হয়।

৩) "ফ্রিজ ফ্রেম শট"-জীবনের স্পন্দন ব্যক্ত করে এমন অবর্নিত ঘটনা, যা দর্শকের কল্পনার জগতকে গভীরভাবে প্রভাবিত করে।

৪) "প্রকৃতির সাথে ডায়ালগ"- পৃথিবীর বৈচিত্র ও ঐশ্বর্য, এর ভঙ্গুরতা, অনন্যতা এবং সৌন্দর্য। ফটোতে এমন বিষয় স্থান পাবে যা আমাদের কিছুক্ষণের জন্য হলেও থামিয়ে দেয় এবং ভাবতে বাধ্য করে যে কী সুন্দর জগতে আমরা বাস করি!

৫) "খাবারের মাধ্যমেই আমাদের পরিচয়"- দেশীয় রন্ধনশিল্পের বিশেষ বৈশিষ্ট্য, রান্নার ঐতিহ্য এবং ভোজনের আচার-অনুষ্ঠান।

বিশেষভাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। বিভিন্ন আকর্ষনীয় পুরস্কারের মধ্যে থাকবে রাশিয়ায় রোমাঞ্চকর ভ্রমণ। শ্রেষ্ঠ আলোকচিত্রগুলো এ উপলক্ষে প্রকাশিত ক্যাটালগ এবং বিভিন্ন দেশে এটমস্ট্রয়এক্সপোর্ট কর্তৃক আয়োজিত প্রদর্শনীতে স্থান পাবে।

১৭ সেপ্টেম্বর ২০২০ এর পূর্বে ইমেইল ([email protected]) করে এন্ট্রি পাঠাতে হবে।

বিস্তারিত তথ্য https://ase-ec.ru/en/for-journalists/photo-awards/ লিংকে সন্নিবেশিত রয়েছে বলে জানা গেছে।

(এসকেকে/এসপি/জুলাই ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test