E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরিষাবাড়ী-মাদারগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

২০২০ জুলাই ২৭ ১৮:৩০:০২
সরিষাবাড়ী-মাদারগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া-বাঘমারা ব্রিজের সংযোগ সড়কের প্রায় ৩০ মিটার ঝিনাই নদীর স্রোতে ধসে যাওয়ায় সরিষাবাড়ী উপজেলার সাথে পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, রবিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে যমুনার শাখা ঝিনাই নদীর ওপর নির্মিত শিশুয়া-বাঘমারা ব্রিজ সংলগ্ন পশ্চিম পার্শ্বের সংযোগ সড়কে ভাঙন ধরে। বানের পানির প্রবল স্রোতে মূহুর্তেই সড়কের প্রায় ৩০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে ব্রিজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যরে ব্রিজটি হুমকির মধ্যে পড়েছে।

সরিষাবাড়ী পৌরসভা ও সাতপোয়া ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের মানুষের পার্শ্ববর্তী মাদারগঞ্জে যাতায়াতের মাধ্যম এ সড়কটি ভেঙে যাওয়ায় দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়ে গেছেন অন্ততঃ অর্ধশত গ্রামের মানুষ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাতে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর শাহ্জাদা হাট সংলগ্ন হদুর মোড় এলাকার ঝিনাই নদীর ওপর ২০০ মিটার লম্বা ব্রিজের মাঝামাঝি প্রায় ২০ মিটার বন্যার পানির তীব্র স্রোতে নদীতে বিলীন হয়ে যায়। এতে সরিষাবাড়ী উপজেলা সদরের সাথে ওই এলাকা ও মাদারগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামসহ অন্ততঃ ২০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার মাত্র পাঁচদিনের মাথায় ওই ব্রিজেরই দেড় কি.মি. দক্ষিণে শিশুয়া-বাঘমারা ব্রিজের সংযোগ সড়ক ভেঙে গেলো।

এদিকে সোমবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নদীর তীব্র স্রোতে সড়কটির প্রায় ৩০ মিটার অংশ ভেঙে বিলীন হয়ে গেছে। সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে শীঘ্রই বালুর বস্তা ফেলে বা বাঁশের সাঁকো বানিয়ে আপাততঃ জনসাধারণের
চলাচলের ব্যবস্থা করা হবে।

(আরআর/এসপি/জুলাই ২৭, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test