E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ত্র-গুলি-মাদক উদ্ধার 

সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত 

২০২০ জুলাই ৩০ ১৩:২৫:৫০
সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদরের বাঁশদহা কয়ার বিলের ব্রীজের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

তবে পুলিশের দাবি দু’দল মাদক ব্যবসায়ির মধ্যে গুলিবিনিময়কালে মাদক ব্যবসায়ি লিয়াকত হোসেন সরদারের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দু’রাউন্ড গুলি, একটি হাসুয়া, ৫০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

নিহত লিয়াকত হোসেন সরদার (৪৬) সাতক্ষীরা সদরের তলুইগাছা গ্রামের মোসলেম আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে তিনি খবর পান যে সদর উপজেলার কয়ার বিলের ধারে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে। এ খবর পেয়ে পুলিশ তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, নিহত ব্যক্তির নাম লিয়াকত হোসেন সরদার (৪৬)। সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামে তার বাড়ি। রাতে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দু’রাউন্ড গুলি, একটি হাসুয়া,৫০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

তবে লিয়াকত হোসেন সরদারের প্রথম স্ত্রী আকলিমা খাতুন জানান, গত ২৪ জুলাই পুলিশ এক কেজি গাঁজাসহ তলুইগাছার খোরশেদসহ দুই ব্যক্তিকে আটক করে। এই মামলায় লিয়াকতকে আসামি করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত দু’জন জেলখানায় রয়েছেন। আকলিমা খাতুন বলেন, বুধবার দুপুরে এই মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য জেলা জাতীয় পার্টির সাংগঠণিক সম্পাদক বাঁশদহা গ্রামের শেখ শরিফুজ্জামান বিপুলের মাধ্যমে সদর থানার তদন্ত ওসি আবুল কালাম আজাদ শহরের লাবনী মোড়ের জামান ডাক্তারের ক্লিনিকের সামনে ডাকেন। সে অনুযায়ি ২০ হাজার টাকা নিয়ে চাচাত ভাই রেজাউলকে নিয়ে লিয়াকত ওই ক্লিনিকের সামনে যায়। সেখানে তদন্ত ওসির সঙ্গে মামলা নিয়ে কথা বলার একপর্যায়ে ঘুষের টাকা দেওয়ার পর গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় গ্রাম পুলিশ সন্তোষ কুমার দাসকে পুলিশ রাস্তা চেনানোর কথা বলে রাত দেড়টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বৃহষ্পতিবার ভোরে ওই গ্রাম পুলিশ তাকে লিয়াকতের মৃত্যুর খবর দেয়। লিয়াকতের গলার বাম পাশে গুলি লাগার চিহ্ন রয়েছে। একই কথা বলেন লিয়াকতের ভাগ্নে ইলিয়াস ও ভাগ্নি তাছলিমা খাতুন।

আকলিমা খাতুন আরো বলেন, সোনাই নদীর তলুইগাছা ও কেড়াগাছি ধুড়ঘাট নিয়ে চোরাচালানি আব্দুল খালেকের সঙ্গে তার স্বামী লিয়াকতের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। খালেক পুলিশকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় লিয়াকতকে ফাঁসিয়ে আসছিল। গত বছর একই সময়ে লিয়াকতকে তলুইগাছা সীমান্ত থেকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয় খালেক। ১১ দিন নিখোঁজ থাকার পর পিরোজপুরে কর্মরত তাদের এক আত্মীয় উপপরিদর্শক বিউটি সাতক্ষীরায় যোগাযোগ করার পর ১১ দিন পর লিয়াকতকে একটি মাদক মামলায় চালান দেওয়া হয়।

এদিকে সদর উপজেলার কয়ারবিলের পাশের কয়েকজন বাসিন্দা জানান, বুধবার দিবাগত রাত দু’টোর দিকে তারা দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর শুনেছেন । পরে তারা জানতে পারেন এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিয়াকত হোসেন । রাতে ওই এলাকায় একটি প্রাইভেট কার ও দু’টি মোটর চলাচল করতে দেখা যায় বলে জানান তারা।

তবে জানতে চাইলে জেলা জাতীয় পার্টির সাংগঠণিক সম্পাদক বাঁশদহা গ্রামের শেখ শরিফুজ্জামান বিপুল বলেন, তিনি লাবনী মোড় এলাকার ডাঃ আফতাবুজ্জামান এর মাহতাবউদ্দিন ক্লিনিকে ম্যানেজার হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। পুলিশের কথায় লিয়াকতকে ডেকে আনার বিষয়টি সঠিক নয়।

(আরকে/এসপি/জুলাই ৩০, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test