E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবি'র JU Solidarity এবং ইচ্ছা'র উদ্যোগে কুড়িগ্রামে ত্রাণ বিতরণ

২০২০ জুলাই ৩০ ২২:১০:০৯
জাবি'র JU Solidarity এবং ইচ্ছা'র উদ্যোগে কুড়িগ্রামে ত্রাণ বিতরণ

প্রান্ত সাহা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের JU Solidarity এবং সামাজিক সংগঠন Inspire Care&Cultivate Human AID-ICCHA(ইচ্ছা) এর উদ্যোগে বৃহস্পতিবার(৩০ জুলাই, ২০২০ ইং) বিকাল সাড়ে ৩ টায় কুড়িগ্রামের উলিপুরে বন্যার্ত ৫১ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

'JU Solidarity : Jahangirnagar University Ex-students’ and their friends’ unity' এর সদস্য আকবর উদ্দিন আহমেদ মিলন (জাবি ৯, সরকার ও রাজনীতি) বলেন,'মানুষ দেখে শেখে, যদি শেখার ইচ্ছে থাকে। আমরাও চাই যুগে যুগে নিঃস্বার্থ ভালো কাজগুলো করতে দেখে অন্যরাও এগিয়ে আসুক। টিকে থাকুক এই মানবিক কাজের ধারাবাহিকতা। জাবি ২য় ব্যাচ থেকে ৪৮ ব্যাচের একত্রে কাজ করার এই ঘটনাটা অবিস্মরণীয় হয়ে থাকবে। এই কাজ একদিন ইতিহাস হবে। আমাদের যৌথ প্রয়াসে কাজ খুব সুন্দরভাবে ও পারস্পরিক সুন্দর সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে। আজ দ্বিতীয় দিন পার করে মনে হচ্ছে সামনে আরো পথ পাড়ি দিতেও কোন কষ্ট হবে না যদি জাবিয়ান এই তরুণ, আন্তরিক ও উদ্যমীরা আমাদের পাশে থাকে। আর তাছাড়া বহু আগে থেকেই সেবা ও দানমূলক কাজে অভ্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় এখানে বোধ হয় মানবতার পরাজয় ঘটেছে। কিন্তু দেখলাম, সঠিক জায়গায় সঠিক মানুষ নিয়ে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা, অন্তঃপ্রাণ কর্মীদল নিয়ে কাজ করলে মানুষের আস্থা পাওয়া যায়। শেষ পয়সাটা থাকা পর্যন্ত কাজ করে যাবো। জয় হোক ICCHA ও JU Solidarity তথা নবীন তরুণ ও কম তরুণদের সংহতির। জয়তু মানবতা। জয়তু জাবিয়ান বন্ধন।'

সাবেক জাতীয় খেলোয়াড় ও কোচ জনাব এস এম সাদাত হোসেন (২৯ তম ব্যাচ, দর্শন) বলেন, 'জাবিয়ানরা সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা নিঃস্বার্থ ভাবে এগিয়ে এসেছেন, সাহায্য করেছেন সকলকে কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'


জাবির সামাজিক সংগঠন Inspire Care&Cultivate Human AID-ICCHA(ইচ্ছা) এর সভাপতি নুরুজ্জামান শুভ (ইতিহাস -৪৫ ব্যাচ) বলেন, 'করোনার এই মহামারী বন্যা যেন মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। সামনে ইদ অথচ দেশের বানভাসী মানুষেরা পানিবন্দী, গৃহহীন হয়ে অসহায় জীবন-যাপন করছেন। তাদের দুঃখ লাঘবে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। জাবিয়ান, নন জাবিয়ান যে'সকল ভাই-আপু বন্যার্তদের জন্য ফান্ড দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সামর্থ্যানুযায়ী সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।


ইচ্ছা'র সহ-সভাপতি, এস এন সোহেল রানা (ইতিহাস-৪৫ ব্যাচ, জাবি) বলেন, 'বন্যায় মানুষজন অনেক কষ্টে দিন অতিবাহিত করছে। আমরা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। জাবিয়ান বড় ভাই ও আপুদেরকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। জাবিয়ান বন্ধন চির অটুট থাকুক।'

কুড়িগ্রামের টিম লিডার বিপাশা আক্তার (প্রত্নতত্ত্ব-৪৪ ব্যাচ, জাবি) বলেন, 'আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি আমার জাবিয়ান ছোট ভাই-বোন ও পরিবারের সহযোগিতায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার ঢেঁকিয়ারাম গ্রামে বন্যার্ত ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দিতে সক্ষম হয়েছি। আমাদের এলাকার মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এই রকম একটা মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য; মিলন ভাই, সাদাত ভাই, শুভ, সোহেল এবং 'JU Solidarity' ও 'ইচ্ছা' সংগঠনের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ।দোয়া করবেন যেন ভবিষ্যতেও এ রকম মহৎ কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি।'


সেখানে উপস্থিত পেয়ারা বেগম(বয়স: ৫৫) বলেন, হামরা তো গরীব মানুষ, করোনার জন্যে কাম-কাজ নাই, তার উপ্রে এমন বন্যে, বাড়ি-ঘরত পানি, কোনোঠেন যাওয়ার উপায় নাই৷ হামাক দেকারো কাইয়ো নাই। এহন এইখানে মনে করেন যে চাইল-ডাইল পাইলাম, এগুলা পায়া কিছুটা উপকার হইলো। খুবই ভাল নাগবেনছে।

ত্রাণ বিতরণ কালে দবির উদ্দিন (প্রিন্সিপাল, ভোগডাঙ্গা মডেল কলেজ), ইঞ্জিনিয়ার আনিসুর রহমান রতন-বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ আবদুল বাতেন-আর্মি(অবসরপ্রাপ্ত) সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফরাজুর আহসান (আইন ও বিচার,৪৫ ব্যাচ), মনি নাসরিন (অর্থনীতি-৪৮ ব্যাচ) তহুরা (সরকার ও রাজনীতি-৪৮ ব্যাচ) উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, জাবির JU Solidarity এবং ইচ্ছা যৌথ আয়োজনে ২৯ জুলাই ২০২০(বৃহস্পতিবার) গাইবান্ধাতে এবং ইচ্ছা গতবছর(২০১৯) মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছিল।

(পিএস/ জুলাই ৩০, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test