E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

দেশের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে ব্যবসায়ী গিয়াস উদ্দিন জুলহাস 

২০২০ জুলাই ৩১ ১৬:৫৭:৩৭
দেশের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে ব্যবসায়ী গিয়াস উদ্দিন জুলহাস 

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : দেশবাসীসহ পটুয়াখালীর গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন জুলহাস। তিনি জিএম ট্রেড ইন্টারন্যাশনাল এন্ড জারিফ কর্পোরেশনের প্রোপাইটর। 

তিনি সমাজে একজন সৎ, দানশীল, পরোপকারী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত।

মোঃ গিয়াস উদ্দিন জুলহাস শুভেচ্ছা বার্তায় বলেন, ‘করোনা ভাইরাসের মহামারীর কারনে প্রতি বছরের ন্যায় এবার ঈদুল আযহার একটু ভিন্ন ভাবে পালিত হবে। করোনা ভাইরাস মাঝেও সর্বসাধারণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সরকারের বিধি নিষেধ অনুযায়ী ঈদের নামাজ আদায় ও আনন্দ উৎসবে সামিল হবেন।

তিনি আরো বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। তিনি সবার কল্যাণ কামনা করেন। আপনারা সকলেই সকলের বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং সর্বস্তরের জনগণকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। ‘ঈদ মোবারক’

(এসডি/এসপি/জুলাই ৩১, ২০২০)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test