E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

কালিয়াকৈরের হোটেলগুলোতে মানা হচ্ছে না কোন রকম স্বাস্থ্যবিধী, নেই সামাজিক দূরত্বের বালাই!

২০২০ আগস্ট ০১ ২৩:৪২:২১
কালিয়াকৈরের হোটেলগুলোতে মানা হচ্ছে না কোন রকম স্বাস্থ্যবিধী, নেই সামাজিক দূরত্বের বালাই!

ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরের হোটেলের পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে দেশে করোনা ভাইরাস বলে কিছু আছে কি নেই!

সরেজমিনে বিভিন্ন হোটেলে গিয়ে দেখা যায় যে সেখানে মানুষের খুব সড়গরম। কোথাও স্বাস্থ্যবিধি মানার প্রতি কোন মনোযোগ নেই।

একই সাবান দিয়ে সবাই হাত ধৌত করতেছে। মুখে নেই মাস্ক। স্যানিটাইজারের অবস্থা আরও খারাপ।

এদিকে কাস্টোমার যেমন তেমন রুটি তৈরির কারিগরগনও কোন প্রকার সুরক্ষা নিশ্চিত করছেননা এমনকি অনেককেই রুটি বেলার সময় প্রকাশ্যেই ধুমপান করতে দেখা যায়।

এ ব্যাপারে কথা বলতে চাইলে হোটেল মালিক প্রসঙ্গ এড়িয়ে যান।

(আইএস/এসপি/আগস্ট ০১, ২০২০)

পাঠকের মতামত:

০৮ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test