E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ইউএনও’র পরিবার, পুলিশ অফিসারসহ ৪ জনের করোনা শনাক্ত

২০২০ আগস্ট ০৫ ১৭:২৩:৫৩
আগৈলঝাড়ায় ইউএনও’র পরিবার, পুলিশ অফিসারসহ ৪ জনের করোনা শনাক্ত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় স্ব-পরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলা নিবাহী অফিসার। গত চব্বিশ ঘন্টায় ইউএনও’র শিশু কন্যা, পুলিশের এক সাব ইন্সপেক্টর, ইউএনও’র কর্মচারীসহ নতুন করে ৪ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বখতিয়ার আল মামুন জানান, মঙ্গলবার উপজেলায় নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। একই দিন করেনা ভাইরাস মুক্ত হয়েছেন ৯ জন।

তিনি জানান, করোনা আক্রান্তরা হলেন উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরীর শিশু কন্যা, তার বাসার এক কর্মচারী, থানার সাব ইনপেক্টর জামাল হোসেন ও পয়সা গ্রামের এক বাসিন্দা।

এর আগে গত সপ্তাহে ইউএনও’র স্ত্রী ও পরে ইউএনও নিজে করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় আইস্যুলেশনে রয়েছেন। আক্রান্ত অন্যান্যরাও স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছেন।

একই দিন আগৈলঝাড়া উপজেলা যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলামসহ ৯ জনের করোনা ভাইরাস মুক্ত হবার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত উপজেলায় করেনা আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ৫৭জনে, সুস্থ হয়েছেন ৪১জন ও মারা গেছেন ৩জন।

(টিবি/এসপি/আগস্ট ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test