E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূরুঙ্গামারীতে JU Solidarity এবং ইচ্ছা'র উদ্যোগে ত্রাণ বিতরণ

২০২০ আগস্ট ০৬ ০২:৪৮:২৪
ভূরুঙ্গামারীতে JU Solidarity এবং ইচ্ছা'র উদ্যোগে ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের JU Solidarity এবং সামাজিক সংগঠন Inspire Care&Cultivate Human AID-ICCHA(ইচ্ছা) এর উদ্যোগে বুধবার(৫ আগস্ট ২০২০ইং) বিকাল ৫ টায় উত্তর পাইকডাংগা চড়াঅঞ্চল, পাইকেরছড়া ইউনিয়ন, ভূরুংগামারী ও কুড়িগ্রামে বন্যার্ত ৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে ।

JU Solidarity : Jahangirnagar University Ex-students’ and their friends’ unity. এর আকবর উদ্দিন আহমেদ মিলন, (জাবি ৯, সরকার ও রাজনীতি) বলেন, 'মানুষ দেখে শেখে, যদি শেখার ইচ্ছে থাকে। আমরাও চাই যুগে যুগে নিঃস্বার্থ ভালো কাজগুলো করতে দেখে অন্যরাও এগিয়ে আসুক। টিকে থাকুক এই মানবিক কাজের ধারাবাহিকতা। আমাদের যৌথ প্রয়াসে কাজ খুব সুন্দরভাবে ও পারস্পরিক সুন্দর সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে। জয় হোক ICCHA ও JU Solidarity তথা নবীন তরুণ সংহতির। জয়তু মানবতা। জয়তু জাবিয়ান বন্ধন।'

এস এম সাদাত হোসেন (সাবেক জাতীয় খেলোয়াড় ও কোচ) (২৯ ব্যাচ, দর্শন বিভাগ, জাবি) বলেন, 'গরীব দুঃখী সাধারণ অসহায় মানুষের পাশে জাবিয়ানরা যেভাবে এগিয়ে এসেছে প্রতিটি সংকটে তা প্রশংসার দাবিদার। এই মহতি কাজ সবসময়ই অব্যাহত থাকবে এই কামনা করি।'

জাবির সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA(ইচ্ছা) এর সভাপতি নুরুজ্জামান শুভ (ইতিহাস-৪৫ ব্যাচ) বলেন, 'জাবিয়ান, নন জাবিয়ান যেসকল ভাই আপু বন্যার্তদের জন্য ফান্ড দিয়েছেন তাদের প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সামর্থ্যানুযায়ী সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি এই আপদকালিন সময়ে।'

ইচ্ছা'র সহ সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস-৪৫ ব্যাচ, জাবি) বলেন, 'আমরা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। জাবিয়ান বড় ভাই ও আপুদেরকে অনেক ধন্যবাদ সাহায্যের হাত প্রসারিত করায়।'

কুড়িগ্রামের টিম লিডার মাহমুদুল হাফিজ (পদার্থ বিজ্ঞান, ৪৪ ব্যাচ, জাবি) বলেন, 'ইচ্ছা ও JU Solidarity'র প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বন্যার্তদের সহায়তা কার্যক্রমে অামাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। অামি বরাবরই এ সমস্ত কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে মানসিক শান্তি অনুভব করি। চর অঞ্চলের সবাই গরীর, সবাই এ ধরনের সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার রাখে। অামরা অতি কষ্টে ৫০ জনের হাতে উক্ত উপহার পৌঁছে দিয়েছি; বিধবা, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। অামাদের কুড়িগ্রাম জেলায় বন্যা প্রতি বছরই অাঘাত হানে, যে কারণে এ জেলা অর্থনেতিকভাবে এগুতে পারে না। অামি এ সমস্যার স্থায়ী প্রতিকারের লক্ষ্যে বাস্তব পদক্ষেপ নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করছি।'

ত্রাণ বিতরণকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সুজন (নৃবিজ্ঞান, ৪২ ব্যাচ), অাব্দুল অাওয়াল (আন্তর্জাতিক সম্পর্ক, ৪৩ ব্যাচ), মামুন ( গণিত, ৪৭ ব্যাচ), অাল মামুন (গণিত, ৪৮ ব্যাচ) উপস্থিত ছিলেন।

(পিএস/আগস্ট ০৬, ২০২০ ইং)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test