E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

৪ সদস্য তদন্ত টিম গঠিত

মদনে ড্রলার ডুবিতে পর্যটকের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৮

২০২০ আগস্ট ০৬ ১৬:০৭:৫৯
মদনে ড্রলার ডুবিতে পর্যটকের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৮

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে আজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় নিখোঁজ রাকিবের (২০) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী পশ্চিমপাড়া রাজ আলী কান্দার পেছনে লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ। সে ময়মনসিংহ সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের সিকতা ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে। তিনি আটপাড়া উপজেলার তেলিগাতি টেঙ্গা জামিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ছিলেন।

এ খবরের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ,ওসি রমিজুল হক, ফায়ার সার্ভিসের টিম এলাকায় যাচ্ছেন বলে ইউএনও বুলবুল আহমেদ জানিয়েছেন। এ নিয়ে মৃতর সংখ্যা দাঁড়ালো ১৮ জন।

এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ হয়েছে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ,স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ফখরুল হাসান চৌধুরী , ওসি মোঃ রমিজুল হক,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুলকে নিয়ে বুধবার রাতে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান,নিখোঁজ রাকিব নামের আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃত সংখ্যা ১৮ জন। এ ঘটনায় আমাকে প্রধান করে জেলা প্রশাসেনর পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আজ থেকেই তদন্ত কাজ শুরু হবে। আমরা চেষ্টা করব আগামী কালকেই এর প্রতিবেদন সম্পন্ন করার।

উল্লেখ্য বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দশ্রী এলাকায় ৪৮ পর্যটক নিয়ে নৌকাটি ডুবে যায়। ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা উঠতে পারেননি। ফায়ার সার্ভিসের কর্মীরা ১৭ জনের লাশ উদ্ধার করেছেন।

এ সময় রাকিব নিখোঁজ ছিল। মৃতরা দুটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী। আনন্দ ভ্রমণে বের হওয়া নৌযাত্রীদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের কালো মেঘে ছেয়ে গেছে হাওরের আকাশ। মৃতদের সবার বাড়ি ময়মনসিংহ সদর ও গৌরীপুর উপজেলায়। সেখানে চলছে শোকের মাতম।

(এএম/এসপি/আগস্ট ০৬, ২০২০)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test