E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চৌদ্দগ্রামে বেলাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত

২০১৪ আগস্ট ১৪ ১৮:৫৫:০৪
চৌদ্দগ্রামে বেলাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউপির হিংগুলা কেন্দ্রে চেয়ারম্যান পদে পূন:নির্বাচন শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্প্রতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো লক্ষণীয়।

যুবক, বৃদ্ধ ও নারী ভোটারগণ শতস্ফুর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৯৪৯জন ভোটারের মাঝে ১২৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্যে আনারস প্রতিক নিয়ে মোঃ বেলাল হোসেন ১১৪৭, মাইক প্রতিক নিয়ে কাজী মো. মহি উদ্দীন ৪৩, তালা প্রতিক নিয়ে সামছুল আলম ভূঁঞা ২৫, দেয়ালঘড়ি প্রতিক নিয়ে ইকবাল হোসেন মজুমদার ১২, জাহাজ প্রতিক নিয়ে এভোকেট মাহিউদ্দীন ১১, গরুগাড়ি প্রতিক নিয়ে আবুল কাশেম মজুমদার ৯ ও দোয়াত কলম প্রতিক নিয়ে আবুল কালাম আজাদ ভূঁঞা ৫ ভোট পেয়েছেন । ওই ইউনিয়নের ১০ কেন্দ্রের মাধ্যে ২০১১ সালের নির্বাচনে ৯ কেন্দ্রে বেলাল হোসেন ৩১৭৫ ভোট এবং গতকাল বাকি এককেন্দ্রে ১১৪৭ভোট সহ সর্বমোট ৪৩২২ ভোট পেয়ে বেলাল হোসেন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ইকবাল হোসেন মজুমদার এ কের্ন্দের ভোট সহ সর্বমোট ৩৪২৯ ভোট পেয়েছেন।
জানাগেছে, ২০১১ সালের ১৫ জুন উপজেলার কনকাপৈত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। এতে জামায়াত সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন মজুমদার দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচিত হন। মাত্র ১৯০ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শান্ত বেলাল।
নির্বাচনে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হিংগুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমোদন ছাড়াই পরিবর্তন করে পাশ্ববর্তী হিংগুলা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন করা হয়। কেন্দ্র পরিবর্তন করে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল হোসেন। ট্রাইব্যুনাল ওই কেন্দ্রে চেয়ারম্যান পদে পূন:নির্বাচনের আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোটে আপিল করেন ইকবাল হোসেন মজুমদার। সর্বশেষ গত ১৭ জুলাই সুপ্রিম কোটের আপিল বিভাগ আদেশটি বহাল রেখে ওই কেন্দ্রের চেয়ারম্যান পদে ১৪ আগষ্ট পূণ:নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী গত ৩১ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রের নির্দেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি।
হিংগুলা কেন্দ্রে মোট ভোটার-১৯৪৯জন তার মধ্যে পুরুষ ৯২২জন, মহিলা ১০২৭জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৫টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। একজন প্রিজাইডিং অফিসার, ৫জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। নির্বাচনে ওই সকাল থেকে ভোটাররা উপস্থিত থেকে বিকাল পযন্ত ভোটারগণ তাদের ভোট প্রধান করেন। ভোট গ্রহণের সময় কেন্দ্রে ষ্ট্যান্ডবাই, মোবাইল টিম ও ষ্ট্রাইকিং হিসেবে প্রায় অর্ধশত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়।
ভোট গ্রহণের সময় ওই কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক অবস্থান করে নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করেন। এদিকে নির্বাচনকে কেন্দ্রে করে হিংগুলা গ্রামে ওইদিন সকাল থেকে বিরাজ করে উৎসবের আমেজ। হিংগুলা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, হিংগুলা গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা সকলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তাদের চোখে মুখে তৃপ্তির হাসি ফুটেছে।
(এইচকেজে/এএস/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test