E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যমুনায় নৌকা ডুবি, পাঁচ যুবক এখনও নিখোঁজ 

২০২০ আগস্ট ০৬ ১৮:৩০:৩৮
যমুনায় নৌকা ডুবি, পাঁচ যুবক এখনও নিখোঁজ 

টাঙ্গাইল প্রতিনিধি : যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে টাঙ্গাইলের গোপালপুরের পাঁচ যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পর্যন্ত নিখোঁজ পাঁচ নৌকারোহীর সন্ধান পাওয়া যায়নি। 

যমুনায় নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন- গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল পূর্র্বপাড়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে মারুফ হাসান মন্ডল(২৬), আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান(৩০), আবুল হোসেনের ছেলে মিজান(২৮), সোহরাব হোসেনের ছেলে শরিফ হোসেন (১৭) এবং কিতাব আলীর ছেলে শাহাদত হোসেন (১৭)।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে বাইশকাইল গ্রামের ২৭জন যুবক নিজেদের টাকায় পিকনিকের আয়োজন করে। বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই ঘাট থেকে চার হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিন চালিত নৌকায় পিকনিকের উদ্দেশে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড়ে যায়। সেখানে দুপুরের খাবার শেষে গোপালপুরে ফেরার পথে বিকাল পাঁচটার দিকে সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে প্রবল স্রোতে আরোহীসহ নৌকাটি ডুবে যায়। এতে ওই পাঁচ আরোহী নিখোঁজ হয়। বাকিরা সাঁতার কেটে নিরাপদ স্থানে পৌঁছান।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে সর্বশেষ সিরাজগঞ্জ থানা সূত্রে পাওয়া তথ্যে জানতে পেরেছেন উদ্ধারকর্মীরা নিখোঁজ ওই পাঁচ ব্যক্তির সন্ধান চালাচ্ছেন। এ পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।

(আরকেপি/এসপি/আগস্ট ০৬, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test