E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মাদারীপুরে পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় স্বেচ্ছায় বালুর বস্তা ফেলছেন সমাজসেবক রেজাউল হক টিপু

২০২০ আগস্ট ০৯ ১৬:৪০:২৩
মাদারীপুরে পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় স্বেচ্ছায় বালুর বস্তা ফেলছেন সমাজসেবক রেজাউল হক টিপু

মাদারীপুর প্রতিনিধি : পদ্মা, আড়িয়াল খাঁ ও কুমার নদে পানি বৃদ্ধি পাওয়া ও বৃষ্টিতে শহরের অনেক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তেমনি মাদারীপুর শহরের ২নং শকুনী এলাকার জনবহুল শাখা সড়কে কয়েক বছর ধরেই একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। ফলে এই সড়কের সাধারণ মানুষকে পড়তে হয় ভোগান্তিতে।

ঐ ভোগান্তি কমাতে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রেজাউল হক টিপুর উদ্যোগে বালুর বস্তা ফেলা হচ্ছে। মাদারীপুর শহরের ৬ নং ওয়ার্ডের ২নং শকুনীর বেশ কয়েকটি শাখা সড়কে প্রায় ৮শ’ বালুর ব্যাগ ফেলে যাতায়তের ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচি অব্যহত থাকবে বলে জানা যায়।

এলাকাবাসী জানান, রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছিল। এখন আমাদের কিছুটা হলেও সমস্যা দুর হলো।
সমাজসেবক মো. রেজাউল হক টিপু বলেন, বন্যা, মহামারিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। প্রয়োজন অনুযায়ী সারা জীবন মানুষের জন্য কাজ করে যাবো।

(এএস/এসপি/আগস্ট ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test