E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগের অবস্থায় গণপরিবহন কিন্তু ভাড়া দ্বিগুণ

২০২০ আগস্ট ১৪ ১৪:৪৬:৫২
আগের অবস্থায় গণপরিবহন কিন্তু ভাড়া দ্বিগুণ

স্টাফ রিপোর্টার: পুরনো রূপেই ফিরেছে দেশের গণপরিবহন। কোনও আসন  ফাঁকা না রেখেই যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহনগুলো সরকার ঘোষিত গাইডলাইন বা  স্বাস্থ্যবিধিও মানছে না। ফলে গণপরিবহনে যাতায়াতকারীদের করোনা ঝুঁকি বেশি বলে আশঙ্কা করছেন গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরাও। তারা বলছেন, সরকার ঘোষিত ৫০ শতাংশ আসন ফাঁকা না রেখেই বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। স্বাস্থ্যবিধি যদি মানা না-ই হয়, তাহলে পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার দাবি করছেন যাত্রীরা। অপরদিকে পরিবহন মালিকরা বলছেন, সাধারণ মানুষ করোনাকে ভয় পাচ্ছে না। তাই তারা গণপরিবহনে স্বাস্থ্যবিধিও মানতে চায় না। এজন্য তারাও আগের ভাড়ায় ফিরে যেতে পান।

গত কয়েকদিন নগরীর বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, অফিস শুরু ও শেষ হওয়ার সময় গণপরিবহনে কোনও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দিনের অন্যান্য সময় কিছুটা আসন ফাঁকা থাকলেও এই সময়ে বাসের প্রতিটি আসনেই যাত্রী নেওয়া হচ্ছে। এছাড়া দূর পাল্লার বাসের অবস্থা আরও খারাপ। ঈদের পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রতিটি পরিবহনই সবকটি আসন ভর্তি করে যাত্রী বহন করেছে। আসনের বাইরে চালকের পাশে অবস্থিত ইঞ্জিন কভারের ওপরে বসিয়েও যাত্রী বহন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর রামপুরা ব্রিজ, মালিবাগ, খিলগাঁও রেলগেট, বাসাবো, সায়েদাবাদ, আরামবাগ, ফকিরাপুল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে— প্রায় প্রতিটি বাসেই সবগুলো আসনে যাত্রী বহন করা হচ্ছে। যাত্রীদের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে চলা বা সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষণ দেখা যায়নি। পরিবহন চালক ও তাদের হেলপাররাও বাসে অতিরিক্ত যাত্রী ওঠায় বাধা দিচ্ছেন না, বরং তারাই ডেকে ডেকে যাত্রীদের পরিবহনে ওঠাচ্ছেন।

গত বুধবার (১২ আগস্ট) বিকালে নগরীর কাওরান বাজার এলাকায় দেখা গেছে, প্রতিটি পরিবহনের সবকটি আসন ভর্তি। দাঁড়িয়েও যাত্রী বহন করা হচ্ছে। পরিবহন চালকরা বর্ধিত ভাড়া আদায় করছেন। এ নিয়ে চালক, হেলপার ও যাত্রীদের সঙ্গে বাক-বিতণ্ডাও হতে দেখা যায়।

জানতে চাইলে এম এম লাভলি পরিবহনের হেলপার আকরাম উদ্দিন বলেন, ‘এই যে দেখেন, সবাই সবার মতো করে বাসে উঠে যাচ্ছে। কেউ কারও কথা শুনছে না। আমরা যাত্রীদের অনেক বাধা দেই। তারা আমাদের কথা শুনে না। সবাই বাসে উঠে পড়ে। এখন যাত্রীরাও স্বাস্থ্যবিধি মানতে চায় না।’

মহিউদ্দিন নামে এক যাত্রী বলেন, ‘সকালের অফিস আওয়ার ও বিকালে অফিস ছুটির সময় যাত্রীদের অনেক চাপ থাকে। তাছাড়া এখন সব অফিস আদালত খুলে দেওয়া হয়েছে। বাসায় বসে অফিস করার কোনও সুযোগ নেই। যে কারণে যাত্রীর সংখ্যা অনেক বেশি। কিন্তু সড়কে সেই তুলনায় গণপরিবহন কম। মালিকরা ইচ্ছে করেই পরিবহনের সংখ্যা কমিয়ে দিয়েছে। যাতে আমরা যারা যাত্রী, তারা আসন না থাকলেও বাধ্য হয়ে যেন বাসে উঠি।’

এদিকে দূর পাল্লার কোনও পরিবহনে সরকার ঘোষিত ৫০ শতাংশ আসন ফাঁকা না রেখেই যাত্রী পরিবহন করা হচ্ছে। এসব পরিবহনে সরকার নির্ধারিত ৬০ শতাংশ বর্ধিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ যাত্রীদের।

দিদারুল আলম মিলন নামে একজন যাত্রী বলেন, ‘গত ৮ আগস্ট ড্রিম লাইন স্পেশাল কোম্পানির পরিবহনে করে নোয়াখালীর বসুর হাট থেকে ঢাকায় এসেছি। এই পথে আগে ৩০০ টাকা ভাড়া আদায় করা হতো। এখন সেখানে ৫৫০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। কিন্তু ৫০ শতাংশ ফাঁকা তো দূরের কথা, সব সিট ভরার পর সামনে ইঞ্জিনের কভারেও লোক বসাচ্ছে।’

এসব অভিযোগ স্বীকার করেছে পরিবহন মালিক সমিতি। তবে তারা বলছেন, বিকালে অফিস ছুটি হলে তখন সবার বাসায় ফেরার তাড়া থাকে। কেউ স্বাস্থ্যবিধি মানতে চায় না। আর পরিবহন মালিকরাও সচেতন হয়নি। তবে দূর পাল্লার স্টেশনগুলোতে মোটামুটি স্বাস্থ্যবিধি পালন করা হয় বলে দাবি করেন তারা।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘মানুষ করোনাকে এখন আর পাত্তা দিচ্ছে না। কেউ স্বাস্থ্যবিধিও মানতে চায় না। সবাই যার যার মতো করে পরিবহনে উঠে পড়ে। দুই-একটি পরিবহনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হলেও অধিকাংশ পরিবহনই তা মানছে না। আই আমরাও চাই পরিবহন ব্যবস্থা পূর্বের নিয়মে ফিরিয়ে নেওয়া হোক। তখন আর কেউ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করতে পারবে না।’

বুয়েটের অধ্যাপক ও গণপরিবহন বিশেষজ্ঞ ড. শামছুল হক বলেন, ‘স্বাস্থ্যবিধি কী জিনিস সেটাই জানেন না গণপরিবহন মালিকরা। এই সেক্টরটিকে যেভাবে জিম্মি করে রাখা হয়েছে, সেখানে মালিক-শ্রমিকদের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। তারা গণপরিবহনের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। সরকারের উচিত হবে এখনই এর লাগাম টেনে ধরা।’

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান অভিযোগ করে বলেন, ‘করোনার শুরু থেকেই অনেক গণপরিবহন স্বাস্থ্যবিধি মানেনি। সেই ধারাবাহিকতায় পরিস্থিতি এখন দ্রুত খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে অধিকাংশ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যেসব শর্ত অনুসরণ করে বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল, তার কোনোটিই মানা হচ্ছে না। গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এমনকি সরকারের বর্ধিত ৬০ শতাংশের বেশি ভাড়াও আদায় করা হচ্ছে অনেক রুটে, বহু পরিবহনে। ফলে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া ও আয়-রোজগার কমে যাওয়া সাধারণ মানুষের যাতায়াত দুর্বিসহ হয়ে পড়েছে।

(ওএস/পিএস/১৪ আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test