E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান রুপমের বিরুদ্ধে আবারও অনিয়মের অভিযোগ

২০২০ আগস্ট ১৭ ১৬:৫৯:৫২
সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান রুপমের বিরুদ্ধে আবারও অনিয়মের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান এসএম রুপমের বিরুদ্ধে আবারও বিভিন্ন অনিয়মের অভিযোগে উঠেছে।

বিভিন্ন দপ্তরের অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান এসএম রুপম দায়িত্বে থাকা অবস্থায় ভিজিডি ১৯৫টি কার্ডের মাধ্যমে ২০১৯ সালের জানুয়ারী, জুন ও মার্চ মাসের ভিজিডি খাদ্যশস্য দুস্থদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করে এবং ১৯৫ জন ভিজিডি কার্ডধারীদের প্রতি জনের কাছ থেকে ২০০ টাকা করে জামানত হিসাবে গ্রহন করে অনেকের ওই টাকা ভিজিডি কার্ডধারীদের একাউন্টে জমা না দিয়ে আত্মসাৎ করেছে।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে আদায়কৃত ট্যাক্সের টাকা ইউপি কোষাগারে জমা না দিয়ে তাও আত্মসাত করেছে। পরিষদের নামীয় ব্যাংক একাউন্ট নম্বার ২০০০০২৪৭৯ এ কোন টাকা জমা নেই মর্মেও জানা যায়। ভিজিডি কার্ডধারী কল্পনা ও রাবিয়া এ প্রতিবেদককে বলেন, আমরা ভিজিডি কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২০০ করে টাকা জমা দিয়েছি কিন্তু ব্যাংকে গিয়ে দেখি আমাদের কোন একাউন্ট নেই, আমাদের টাকা এখন কে দিবে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দাড়িদহ ময়দানহাট্টা শাখার ম্যানেজার একলিমুর রেজা চৌধুরী বলেন, ২০০০০২৪৭৯ একাউন্টে (১৬.০৮.২০২০ ইং তারিখ পর্যন্ত) কোন টাকা জমা নেই। অত্র ইউপি সচিব আব্দুল মতিন বলেন, আমি এ পরিষদে নতুন, এবিষয়ে আমি কিছু জানিনা তবে আমি যোগদান করার পর ২৯.০৭.২০২০ ইং তারিখে ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ করেছি তাতে দেখা যায় ২৬ জনের কার্ডে ভোটার আইডি কার্ডে অমিল থাকায় ২৬ বস্তা চাল বিতরণ করা হয়নি যা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অবগত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান এসএম রুপম বলেন, আমার অনুপস্থিতিতে গায়েবি অভিযোগ করা হচ্ছে, এ অভিযোগগুলোর কোন ভিত্তি নেই। বর্তমান ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-১ শহিদুল ইসলাম নান্নু বলেন, এসএম রুপমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পরিলক্ষিত হচ্ছে, বিষয়গুলো আমি সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেছি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, বিষয়গুলো সম্পর্কে সম্পন্নভাবে আমি অবগত নই, বিষয়গুলো জেনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আর/এসপি/আগস্ট ১৭, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test