E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় মৃত মুক্তিযোদ্ধা জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০২০ আগস্ট ১৭ ২৩:৩৪:০৭
করোনায় মৃত মুক্তিযোদ্ধা জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে করোনায় মৃত মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাবেক সেনা সদস্য আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্চা সেবক টিমের জওয়ানরা  তাঁর দাফন কাজ সম্পন্ন করেছে।   

তিনি আজ সোমবার ভোর ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। করোনায় তাঁর মৃত্যু নিশ্চিত করেছেন, দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সিনিয়র ডেপুটি কমান্ডার মো.সাইদুর রহমান।

তিনি জানান, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল (৬৯) গত ১৩ আগষ্ট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। তাঁকে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে দাফনের আগে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী নেতৃত্বে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিলকে গার্ড অব অনার প্রদান করে। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের লাশ গ্রহন করে।

এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর দিনাজপুর ৮ নং উপশহর মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ আত্মীয়ের মতো পরম মমতায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিলের লাশ শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন করে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমের কর্মীরা।

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানাইজার আনোয়ার হোসেন জানান, এ পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুর সদরসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় মোট ৩২ টি লাশ দাফন ও সৎকার করেছে।
অত্যন্ত সাহসী, বিনয়ী ও উদ্যেমী সংঠন প্রিয় মানুষ মুক্তিযোদ্ধা আব্দুল জলিল দিনাজপুরের সংকটময় মুহুর্তে অনেক কাজ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।

(এস/এসপি/আগস্ট ১৭, ২০২০)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test