E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মালিবাড়ি ও কামারজানীতে JU Solidarity এবং ইচ্ছা'র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

২০২০ আগস্ট ১৯ ১৮:৫৮:৪৪
মালিবাড়ি ও কামারজানীতে JU Solidarity এবং ইচ্ছা'র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের JU Solidarity এবং সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA(ইচ্ছা) এর উদ্যোগে ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার বিকাল ৫টায় গাইবান্ধার মালিবাড়ি ও কামারজানি ইউনিয়নে বন্যার্ত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী  বিতরণ করা হয়েছে।

'JU Solidarity : Jahangirnagar University Ex-students’ and their friends’ unity.' এর আকবর উদ্দিন আহমেদ মিলন (জাবি-৯ম ব্যাচ, সরকার ও রাজনীতি) বলেন, 'এক ডজনেরও মতো জায়গায় প্রায় ৭০০ পরিবার পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমাদের ভালোবাসার উপহার। আমাদের কাজে সন্তুষ্ট হয়ে, উজ্জীবিত হয়ে, অনুপ্রেরণা পেয়ে আরো সহায়তা আসছে দেশ ও বিদেশ থেকেও। আর JU Solidarity ও ICCHA র যৌথ কাজ খুবই নিখুঁত ও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। যে তরুণরা এই কাজটিকে সফল করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ। আমাদের কর্মকাণ্ড চলতে থাকবে ইনশাল্লাহ।'

জাবির সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA(ইচ্ছা) এর সভাপতি নুরুজ্জামান শুভ (ইতিহাস-৪৫ ব্যাচ) বলেন, 'ইদুল আযহার পূর্ব থেকে আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা সংকটকালীন সময়ে বন্যা হওয়ার ফলে এসব বানভাসী মানুষ খুবই অসহায় অবস্থায় জীবন যাপন করতেছে। এসব বানভাসী মানুষের যারা যারা আমাদেরকে ফান্ড দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের দেওয়া অর্থ স্বচ্ছতার সাথে যথাযথ ভাবে বানভাসী মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। স্থানীয় জাবিয়ান ভাই-বোনদের সমন্বয়ে গঠিত টিমগুলো কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটি জেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করছে।তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বানভাসী মানুষের পাশে দেশের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।'

ইচ্ছার সহ সভাপতি এস.এন. সোহেল রানা (ইতিহাস ৪৫, জাবি) বলেন, 'বন্যার সময় যারা বিভিন্নভাবে মানুষকে হেল্প করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।'

গাইবান্ধার টিম লিডার মোশারফ মুক্ত (নাটক ও নাট্যতত্ত্ব, ৩৯ ব্যাচ) বলেন, 'JU Solidarity ও ICCHA কে অ‌নেক ধন্যবাদ এমন এক‌টি মহৎ উ‌দ্যো‌গে পৃষ্ঠ‌পোষকতা করার জন্য।বন্যা কব‌লিত ও অসহায় মানুষ‌দের মু‌খে হা‌সি ফোটা‌তে পে‌রে নি‌জে‌কে কিছুটা হ‌লেও ধন্য ম‌নে কর‌ছি। আশা কর‌ছি ভ‌বিষ্য‌তে এই সহ‌যো‌গিতার প‌রি‌ধি বাড়া‌তে পারব ইনশাল্লাহ।'

তানজিনা সিনথি (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ৪৮ ব্যাচ) সাংগঠনিক সম্পাদক(ইচ্ছা) বলেন, 'প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইচ্ছা এবং JU Solidarity'কে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও রানিং স্টুডেন্ট দের দুইটা সংগঠন। আমি নিজেও ইচ্ছার সঙ্গে যুক্ত আছি। সিনিয়র ভাইদের আন্তরিকতায় আমি সত্যি-ই মুগ্ধ। আমার জেলা উত্তরবঙ্গের দরিদ্র জেলাগুলোর মধ্যে একটি। এই জেলায় নদী ভাঙ্গন, বন্যা, দারিদ্রতা সব সময় লেগেই থাকে। তাই তাদের কাছে একটুখানি সাহায্য যেন অনেক বড় পাওয়া। এই অসহায় মানুষগুলো আসলে অসহায় নয়, প্রকৃতি অসহায় বানিয়েছে তাদের। একের পর এক নদী ভাঙ্গন আর বন্যা সব কিছু গ্রাস করে নিয়েছে, মাথার উপরের ছাঁদ, বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু হারিয়ে তারা হয়ে পরেছে নিঃস্ব। আপনাদের মাধ্যমে তাদের হাতে সামান্য উপহারটুকু তুলে দিতে পেরে যে আনন্দ পেয়েছি তা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। পরিশেষে সবাইকে অনেক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই।'

এছাড়াও ত্রাণ বিতরণকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজু রায়হান (৪০-ব্যাচ), জিম (৪৩-ব্যাচ), গা‌লিব (৪৬-ব্যাচ), আওলাদ (৪৭-ব্যাচ), সাগর (৪৯-ব্যাচ)সহ এলাকার গণ্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

উপহার পেয়ে ম‌জিদ মিয়া (বয়সঃ ৬০) ব‌লেন,‌ 'তোমা‌দের এই উপকার মুই ভুলবার নোম।‌ কেউ মোক আজ পযন্ত সাহায্য ক‌রে নাই। আল্লাহ তোমার ঘ‌রোক আ‌রো সাহায্য করার তৌ‌ফিক দেক।'

উল্লেখ্য, জাবির JU Solidarity এবং ইচ্ছা যৌথ আয়োজনে (২৯ জুলাই ২০২০) গাইবান্ধাতে, ৩০ জুলাই ২০২০ কুড়িগ্রামের উলিপুরে, ৩১ জুলাই ২০২০ সুনামগঞ্জে, ৩ আগস্ট ২০২০ টাঙ্গাইলে, ৫ আগস্ট ২০২০ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, বগুড়াতে, কুড়িগ্রামের ভোগডাঙ্গাতে, ৬ আগস্ট ২০২০ জামালপুরে, ৮ আগস্ট ২০২০ মানিকগঞ্জে, ১০ আগস্ট ২০২০ সিরাজগঞ্জে, ১২ আগস্ট ২০২০ কুড়িগ্রামের চিলমারী, ১৩ আগস্ট ২০২০ ঢাকার দোহারে, ১৪ আগস্ট মাদারীপুরে, ১৬ আগস্ট ২০২০ ফরিদপুর এবং ইচ্ছা গতবছর(২০১৯ সালে) মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছিল।

(পি/আগস্ট ১৯, ২০২০ইং)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test