E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় জাতীয় শোক দিবস কর্মসূচি পালিত

২০১৪ আগস্ট ১৫ ১৪:৫৭:০১
কুমিল্লায় জাতীয় শোক দিবস কর্মসূচি পালিত

কুমিল্লা প্রতিনিধি : স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় মধ্যদিয়ে কুমিল্লা জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি পালন করেছে।

শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়, সকাল ৯টায় টাউন হল প্রাঙ্গণ থেকে র‌্যালি ও জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, বাদ জুম্মা সকল মসজিদ ও প্রার্থণালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জেলা প্রশাসনের র‌্যালিতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল, জেলা পুলিশ সুপার টুটল চক্রবর্তীসহ অন্যানরা অংশগ্রহণ করেন। এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের করেছেন কুমিল্লা জেলা আওয়ামী লীগ ।

(এইচকেজে/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test