E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাসানী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক ভার্চুয়াল সেমিনার 

২০২০ আগস্ট ২৪ ১৮:১৬:১৯
ভাসানী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক ভার্চুয়াল সেমিনার 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের উদ্যোগে রবিবার (২৩ আগস্ট) বিকালে ‘ওয়েব ইনফরমেশন অন হায়ার এডুকেশন অ্যান্ড বিওল্ড’ বিষয়ক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

প্রথম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস কক্ষে সেমিনারের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক প্রফেসর ড. এএস এমসাইফুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জি ও আওরঙ্গজেব আকন্দের সার্বিক সহযোগিতায় জার্মানীতে উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে বিশদ আলোচনা করেন, জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (ডিএএডি) ঢাকাস্থ প্রতিনিধি রুমানা কবির, দিল্লীস্থ আঞ্চলিক কার্যালযের প্রোগ্রাম অফিসার পুজামিধা ও অনুরুপা দিক্ষিত।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও দু’শতাধিক শিক্ষার্থী অনলাইনে যুক্ত ছিলেন।

(আরকেপি/এসপি/আগস্ট ২৪, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test