E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকার ধামরাইয়ে JU Solidarity এবং ইচ্ছা'র উদ্যোগে ত্রাণ বিতরণ

২০২০ আগস্ট ২৪ ২১:৪৪:১৭
ঢাকার ধামরাইয়ে JU Solidarity এবং ইচ্ছা'র উদ্যোগে ত্রাণ বিতরণ

ঢাকা প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের JU Solidarity এবং সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human Aid-ICCHA/ইচ্ছা এর উদ্যোগে ২৪ আগস্ট ২০২০ সোমবার ঢাকা জেলার ধামরাই উপজেলার গাওয়াইল, কুল্লা, বাঁশকোঠা, বাইশাকান্দা,ছোট ভাকুলিয়া , ঝাউবাধা, মহিশাষী, লাড়ুয়াকুন্ডু, বড় চন্দ্রাইল ও জলসীন গ্রামগুলোতে বন্যার্ত ৬৪ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী  বিতরণ করা হয়েছে।

'JU Solidarity : Jahangirnagar University Ex-students’ and their friends’ unity' এর মোহাম্মদ কাশেম (জাবি-৩য় ব্যাচ) উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, 'তোমরা যে মহৎ কাজে নিজেদের বিলিয়ে দিচ্ছ তার প্রতিদান তোমরা পাবেই। যারা তোমাদের দ্বারা উপকৃত হচ্ছে তাদের মাঝেও তোমরা চির জাগরূক হয়ে থাকবে। তোমাদের সবার মঙ্গল কামনা করি।' জাবি'র সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA/ইচ্ছা এর সহ সভাপতি, এস এন সোহেল রানা (ইতিহাস, ৪৫ ব্যাচ) বলেন, 'বন্যার সময় যারা বিভিন্নভাবে মানুষকে হেল্প করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের দেওয়া অর্থ স্বচ্ছতার সাথে যথাযথ ভাবে বানভাসী মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

ইচ্ছার অন্য সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস আশা (ইতিহাস, ৪৫ ব্যাচ) বলেন, 'অন্যান্য দুর্যোগ ও সামাজিক কার্যক্রমে 'ইচ্ছা' যেমন কাজ করেছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাড়িয়েছে সহায়তার জন্য। এ কারণে ইচ্ছা'র প্রত্যেক সদস্য এবং এই মানবিক কার্যক্রমে যারা সহায়তা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ৩১টি জেলায় প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিশাল সংখ্যক মানুষের দুর্দশার সময় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ জায়গা হতে আর্থিক সহায়তার আহ্বান করছি, আপনাদের সহায়তায় কিছু মানুষের মুখে হাসি ফোঁটাতে আমাদের সংগঠন স্বচ্ছভাবে কাজ করে যাবে ইনশাল্লাহ।'

ধামরাইয়ের টিম লিডার নুশরাত জাহান আলো (অর্থনীতি, ৪৭ ব্যাচ) বলেন, 'ঢাকার ধামরাই উপজেলায় গাওয়াইল, কুল্লা, বাঁশকোঠা, বাইশাকান্দা, ছোট ভাকুলিয়া, ঝাউবাধা, মহিশাষী, লাড়ুয়াকুন্ডু, বড় চন্দ্রাইল ও জলসীন গ্রামগুলোতে JU Solidarity এবং ICCHA/ইচ্ছা এর পক্ষ থেকে ৬৪ টি বন্যার্ত দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়। আমরা ১২ জন স্বেচ্ছাসেবক কঠোর পরিশ্রম করে আল্লাহর রহমতে সকল কাজ সম্পন্ন করেছি। আমার সাথে যারা স্বেচ্ছায় শ্রম দিয়েছেন তারা হলেন, মো. কাওসার আহমেদ (শিক্ষার্থী, মাভাবিপ্রবি), মো. কামরুল ইসলাম(শিক্ষার্থী, বিজিএমইএ), আব্দুল্লাহ আল হারুন স্যার (শিক্ষক, জলসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়), মো. আলাউদ্দিন খান (শিক্ষার্থী, মাভাবিপ্রবি), বিশ্বজিৎ সরকার উদয়, মোয়াজ্জেম হোসেন সুমন ভাই (ব্যবসায়ী), মো. রায়হান(শিক্ষার্থী, শেকৃবি), বেলায়েত হোসেন(শিক্ষার্থী, হাবিপ্রবি), মো. রাসেল হোসেন (শিক্ষার্থী, ঢাবি) ও সর্বকনিষ্ঠ মাহমুদ হাসান শীবলি (৭ বছর)। ধন্যবাদ জানাই JU Solidarity ও ICCHA/ইচ্ছা সংগঠনের সবাইকে এতো সুন্দর উদ্দ্যোগ নেওয়ার জন্য। এস এন সোহেল রানা (শিক্ষার্থী, জাবি) ভাইকেও ধন্যবাদ জানাই এতো বড় একটা দায়িত্ব দেওয়ায়।

আমার স্বেচ্ছাসেবক সহযোগিদের ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। এইসব ধরণের কাজে 'আমি' কথার অস্তিত্ব নেই, অস্তিত্ব আছে 'আমরা' এর। সকল কষ্টই পরিতৃপ্তি পায় যখন কেউ বলে, 'তোমাগো ভালো করবো আল্লা, আরো দিবো তোমাগো, বাঁইচা থাকো।' অথবা কেউ বলে, 'ভালো থাইকো মাসী।' সাথে এক চিলতে হাসি। ভ‌বিষ্য‌তেও এইসব সমাজসেবামূলক কাজের সাথে থাকবো ইনশাল্লাহ।


উল্লেখ্য, জাবির JU Solidarity এবং ইচ্ছা যৌথ আয়োজনে (২৯ জুলাই ২০২০) গাইবান্ধার ফুলছড়ি, ৩০ জুলাই ২০২০ কুড়িগ্রামের উলিপুরে, ৩১ জুলাই ২০২০ সুনামগঞ্জে, ৩ আগস্ট ২০২০ টাঙ্গাইলের কালিহাতি, ৫ আগস্ট ২০২০ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, বগুড়াতে, কুড়িগ্রামের ভোগডাঙ্গাতে, ৬ আগস্ট ২০২০ জামালপুরে, ৮ আগস্ট ২০২০ মানিকগঞ্জে, ১০ আগস্ট ২০২০ সিরাজগঞ্জে, ১২ আগস্ট ২০২০ কুড়িগ্রামের চিলমারী, ১৩ আগস্ট ২০২০ ঢাকার দোহারে, ১৪ আগস্ট মাদারীপুরে, ১৬ আগস্ট ২০২০ ফরিদপুর, ১৮ আগস্ট ২০২০ গাইবান্ধার মালিবাড়ি, কামারজানীতে, ২২ আগস্ট ২০২০ টাঙ্গাইলের ভূঞাপুর এবং ইচ্ছা গতবছর (২০১৯ সালে) মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছিল।

(পি/আগস্ট ২৪, ২০২০ইং)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test