E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

২০১৪ আগস্ট ১৫ ১৫:৩৭:৫১
শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাত বার্সিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শুক্রবার সকালে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পন করা হয়।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, শেরপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক শোক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিশু একাডেমীর সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এদিকে, জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, কাঙালী ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের নবীনগর এলাকায় মুজিব ভক্ত দরিদ্র শ্রমজীবী মমতাজ উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে কোরানখানি, মিলাদ দোওয়া মাহফিল সহ দিনভর নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। এতে দুই শতাধিক দরিদ্র মানুষকে উন্নত গণভোজে আপ্যায়িত করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতৃতৃন্দও তার এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে অনুপ্রাণিত করেন। নালিতাবাড়ী উপজেলা অডিটরিয়ামে শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুলের নেতৃত্বে ‘চেতনা’ নামে স্থানীয় ব্যবসায়ীদের একটি সংগঠন এদিন দরিদ্র-অসহায় মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত এ মেডিকেল ক্যাম্পে দিনভর রোগীদের ব্যবস্থাপত্র, পরীক্ষা-নিরীক্ষা এবং বিনামুল্যে ওষুধপত্র প্রদান করা হয়।

(এইচবি/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test