E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

২০১৪ আগস্ট ১৫ ১৫:৫০:০৮
নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : গভীর শ্রদ্ধা ও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস নান্দাইল উপজেলার সর্বত্র পালিত হয়েছে ১৫ আগস্ট শুক্রবার।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিলো জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধ নমিতকরণ, , কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালী, কাঙ্গালী ভোজ, মিলাদ মাহফিল, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, আবৃতি প্রতিযোগিতা ও আলোচনা সভা ইত্যাদি ।


সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র‌্যালী ( শোভাযাত্রা ) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পাবলিক হলে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেকার যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ করেন।
স্থানীয় চ-ীপাশা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের একটি অংশ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, মুক্তিরযাদ্ধা কমা-ার মাযহারুল হক ফকির ও এডভোকেট আব্দুল আহাদ প্রমুখ। আলোচনা শেষে সংসদ সদস্য গাছের চারা বিতরণ করেন।

অপরদিকে আওয়ামীলীগের অপর একটি গ্রুপ দলীয় কার্যালয়ে মোসলেম উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক শোকসভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভ’ইয়া, আমিনুল ইসলাম শাহান ও রফিকুল আসলাম রেণু প্রমূখ। সভা শেষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

(এপি/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test