E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন প্রথম শ্রেণিতে উন্নীত না হওয়ায় কাঙ্খিত সেবা পাচ্ছে না উপজেলাবাসী

২০২০ আগস্ট ২৬ ১৭:২৬:৩৩
ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন প্রথম শ্রেণিতে উন্নীত না হওয়ায় কাঙ্খিত সেবা পাচ্ছে না উপজেলাবাসী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনটি প্রথম শ্রেণিতে উন্নীত না হওয়ায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। ২০০৫ সালের ২২ ডিসেম্বর উপজেলা সদরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে দত্তপাড়ায় পৌরভবন সংলগ্ন ৮০ শতক জায়গার উপর স্টেশনটি চালু করা হয়। সময়ের পরিক্রমায় এর কার্যপরিধি বাড়লেও দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নিত হয়নি । ফলে দ্বিতীয় শ্রেণির বরাদ্ধ দিয়েই চালাতে হচ্ছে ব্যস্ততম এ স্টেশনটি। এ উপজেলায় ৩টি রেল স্টেশন, হাসপাতাল, হাট বাজার, কল কারখানা, সরকারি-বেসরকারি অফিস আদালত, খাদ্য ও দাহ্য পদার্থের গুদাম থাকায় প্রতিনিয়তই ঘটছে অগ্নিকান্ডের ঘটনা। 

চলতি বছরে করোনাকালে সড়কে যানবাহন চলাচল কম থাকার পরও ১শ ৯ টি দুর্ঘটনা মোকাবেলা করতে হয়েছে ফায়ার সার্ভিস টিমকে। অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়াসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ প্রতিনিয়ত বেড়েই চলছে। স্টেশনে কর্মরত জনবল দিয়ে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন স্টেশনটি দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নতীকরণ করা হলে যেমন বাড়বে জনবল অগ্নিনির্বাপন গাড়ি রোগী বহনকারী এ্যাম্বুলেন্সের সংখ্যা তেমনি উপজেলাবাসীও পাবে কাঙ্খিত সেবা। এব্যাপারে জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম স্টেশনটি প্রথম শ্রেণিতে উন্নিত করতে প্রযোজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান।

(এন/এসপি/আগস্ট ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test