E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রিড সাব স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

২০২০ আগস্ট ২৭ ১৫:৪৯:৩৭
কুড়িগ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রিড সাব স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামে গ্রিড সাব স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুড়িগ্রামে স্থাপিত ১৫০ এমভিএ ক্ষমতা সম্পন্ন নতুন গ্রিড সাবস্টেশন ও রংপুর-তিস্তা-কুড়িগ্রাম সঞ্চালন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ২৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) এর আওতায় স্থাপিত এই সাব স্টেশন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী জানান, তিস্তা থেকে প্রায় ১৭ দশমিক ৩৫৯ কিলোমিটার সঞ্চালন লাইন ও ১৫০ এমভিএ ক্ষমতা সম্পন্ন গ্রিড সাবস্টেশন স্থাপনের ফলে কুড়িগ্রাম জেলার বিদ্যুৎ গ্রাহকরা নিরবচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ পাবেন। এছাড়া লোডশেডিং এর হার কমবে এবং বিদ্যুতের ভোল্টেজও ভালো থাকবে। মূলতঃ এই সাব স্টেশনের মাধ্যমে এক লাখ ৩২ হাজার ভোল্টেজকে ৩৩ হাজার ভোল্টেজে রুপান্তরিত করে জেলার নেসকো ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

তিনি বলেন,‘২০১৯ সালের ১৯ জুলাই এই সাব স্টেশনটি কমিশনিং করে চালু হয়। সাবস্টেশনের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী হোসেন মো. ইজতিহাদ জানান, আগে লালমনিরহাট সাবস্টেশনের মাধ্যমে কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এতে করে সরবরাহে ত্রুটি ছাড়াও লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যা ছিল। কিন্তুকুড়িগ্রামের জন্য আলাদা এই সাব স্টেশন ও সঞ্চালন লাইন তৈরি হওয়ায় কুড়িগ্রাম জেলার নেসকো ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকরা সেই ভোগান্তির হাত থেকে রক্ষা পাবেন।

(পি/এসপি/আগস্ট ২৭, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test