E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুজিব বর্ষে কেন্দুয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সমগ্রী বিতরণ

২০২০ আগস্ট ২৯ ১৪:০৭:১২
মুজিব বর্ষে কেন্দুয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সমগ্রী বিতরণ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মুজিব বর্ষ উপলক্ষে নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়া উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় হতে অন্তত ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সমাগ্রী বরাদ্দ এসেছে। 

শুক্রবার দুপুরে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা, আশুজিয়া, সায়মা শাহজাহান একাডেমি ও নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন, বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল।

এসময় তিনি বলেন, শিক্ষা ও ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও মানবিক। তার নির্দেশেই আমরা এসব ক্রীড়া সামগ্রী পেয়েছি। তিনি প্রতিষ্ঠান প্রধানদের এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌরশহরের সাউদপাড়া উকিলবাড়ির প্রিয় প্রাঙ্গনে বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা, গন্ডা ডিগ্রী কলেজের প্রভাষক আসাদুল করিম মামুন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাকির হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাপস ব্যানার্জী।

(এসবি/এসপি/আগস্ট ২৯, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test