E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড : শিক্ষিকার বসতবাড়ি ভস্মিভূত

২০২০ আগস্ট ২৯ ১৬:২৯:০৫
কেন্দুয়ায় পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড : শিক্ষিকার বসতবাড়ি ভস্মিভূত

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া পৌর শহরের আরামবাগ মহল্লায় শুক্রবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে শিক্ষিকার একটি বসতবাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। 

কেন্দুয়া জয়হরিস্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক প্রয়াত সিদ্দিকুর রহমান ভূঞার ছোট কন্যা তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চায়না আক্তারের বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

চায়না আক্তারের বড় ভাই ফরহাদ হোসেন ভূঞা জানান, বসতবাড়িতে তালা লাগিয়ে তার বোন চায়না আক্তার গত কয়েকদিন আগে বড় ছেলের কর্মস্থল খুলনায় চলে যান। কিন্তু শুক্রবার রাত অনুমান ২টার দিকে প্রতিবেশীরা ওই বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার শুরু করে।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও চায়না আক্তারের বসত ঘর সহ ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

(এসবি/এসপি/আগস্ট ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test