E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী উদযাপিত

২০২০ সেপ্টেম্বর ০১ ১৮:২৯:১৭
কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী উদযাপিত

ধ্রুব রঞ্জন দাস, কটিয়াদী (কিশোরগঞ্জ) : কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) রাতে নজরুল একাডেমি কটিয়াদী শাখার উদ্যোগে উক্ত সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহাব আইন উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ( মজনু)। সংগঠনের সভাপতি এম এম আমিন সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মধুসুদন সাহা, দীপক রায়, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম, দৈনিক সমকালের কটিয়াদী প্রতিনিধি সাংবাদিক সালেহীন রাহাত প্রমুখ।

প্রধান অতিথি মোঃ আব্দুল ওয়াহাব আইন উদ্দিন তার বক্তব্যে বলেন, কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্যকর্মের মাধ্যমে মানবতার কথা প্রকাশ করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। তিনি তার সৃষ্টিকর্মের জন্য চিরদিন অমর থাকবেন বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ডি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২০)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test