E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বিএডিসির ৪টি ভবনই জরাজীর্ণ, ঘটতে পারে দুর্ঘটনা

২০২০ সেপ্টেম্বর ০২ ১৯:০৬:০৩
কেন্দুয়ায় বিএডিসির ৪টি ভবনই জরাজীর্ণ, ঘটতে পারে দুর্ঘটনা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের বাউন্ডারীর ভেতর বিএডিসির গোডাউন সহ ৪টি ভবনই জরাজীর্ণ হয়ে পরেছে। যে কোন সময় ধসে গিয়ে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। দূর্ঘটনা এড়াতে এসব গোডাউন ও ভবনগুলো জরুরী ভাবে পরিত্যাক্ত ঘোষনা করে অপসারনের দাবী এলাকার সচেতন মহলের।

উপজেলা পরিষদের বাউন্ডারীর ভেতর জেলা পরিষদের নির্মিত ৫শ আসন বিশিষ্ট মাল্টিপারপাস অডিটরিয়াম হল, এর সংলগ্ন আদর্শ শিশুবিতান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিল্পকলা একাডেমি ও ঝংকার শিল্পীগোষ্ঠির কার্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত শিশুকিশোর সহ অন্যান্য লোকজনের আনাগোনা রয়েছে।

তবে দূর্ঘটনার আশংকায় পথচারীদের সাবধানে পা ফেলতে হচ্ছে এসব গোডাউন এলাকায়। তাছাড়া জরাজীর্ণ এসব ভবনগুলোতে আগাছা বেড়ে গিয়ে ভবনের চেহারাই পাল্টে গেছে। সুযোগ পেলেই আড্ডার ছলে গাজা ও মাদক সেবীদের নিরাপদ স্থান হিসেবে বেছে নেয় বিভিন্ন অপরাধীচক্র। বিভিন্ন মহল থেকে দাবী ওঠেছে এসব জরাজীর্ণ ভবন পরিত্যাক্ত ঘোষনার মাধ্যমে জরুরী ভাবে অপসারন করে এসব স্থানে সাহিত্য সংস্কৃতি কর্মকান্ড বিকাশের লক্ষ্যে শিল্পকলা একাডেমির নতুন ভবন অথবা সরকারি অন্য যে কোন নতুন কার্যালয় স্থাপন করলে তা জনকল্যানে আসবে।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান বলেন, জরাজীর্ণ এসব ভবনগুলো পরিত্যাক্ত ঘোষনা করে তা অপসারনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করব। পরিত্যাক্ত ঘোষণার পর এসব গোডাউন ও ভবনগুলো অপসারন হলেই সরকারের পরিকল্পনা অনুযায়ী এসব স্থানে নতুন ভবন নির্মান করা হবে।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test