E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান নজরুল ইসলাম

২০২০ সেপ্টেম্বর ০২ ১৯:১৩:১০
বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান নজরুল ইসলাম

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মোঃ নজরুল ইসলাম। তিনি আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। সে লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে গণযোগাযোগ রক্ষা করে চলছেন।

উপজেলার উলুয়াটি গ্রামে জন্মগ্রহণ করেন, নজরুল ইসলাম । তার পিতা মৃত ডা. ইসমাইল হোসেন ও মা মৃত উম্মে কুলসুম। নজরুল ইসলাম জানান, ১৯৬৫ সনে ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন, ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠা হলে ১৯৭৩ সন থেকে থানা যুবলীগের সদস্য ছিলেন। ১৯৭৭ সালে বলাইশিমুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হন এবং ১৯৮৭ সালে যুবলীগ কেন্দুয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক মনোনীত হন। মোঃ নজরুল ইসলাম স্থানীয়ভাবে একজন হোমিও চিকিৎসক হিসেবে বেশ পরিচিতি রয়েছে।

আঞ্চলিক ভাবে ১৯৯৫ সনে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক নির্বাচিত হন, ২০০২ সনে উপজেলা যুবলীগের আহবায়ক এবং ২০০৩ সনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একই সঙ্গে উপজেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হন তিনি। দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক নজরুল। তার বড় ছেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তামেন রেনেটা কোম্পানিতে প্রাণী সম্পদ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ছোট ছেলে ছলিমুল্লাহ মেডিকেল কলেছে চতুর্থ বর্ষে অধ্যয়নরত, তার বড় কন্যা ইডেন কলেজ থেকে এমএ পাস করে এবি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। ছোট মেয়ে ইডেন কলেজ থেকে ফিজিক্সে পড়াশোনা শেষ করেছে।

ডা. নজরুল বলেন, স্থানীয়ভাবে হোমিও চিকিৎসা করি তাই জনগণ আমাকে ডাক্তার হিসেবে ডাকে। কেন নির্বাচন করতে চান, এ প্রশ্নের জবাবে নজরুল বলেন, জনগণ আমাকে ভালবাসে, আমিও জনগনকে ভালবাসি। তাই জনগণের সেবা করার লক্ষ্যেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে চেয়ারম্যান হতে চাই।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test