E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে ছাদ বাগান

২০২০ সেপ্টেম্বর ০২ ২৩:৫২:৩০
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে ছাদ বাগান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : “শুধু ছাদ বাগানেই নয়,দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ’টি ভবিষ্যতে হবে এক নির্মল উদ্যান।” এমনি প্রত্যয় নিয়ে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের দুই হাজার বর্গফুটের ছাদ’টিতে বুধবার বিকেলে লাগানো হয়েছে দুই শতাধিক গাছ। বিভিন্ন প্রজাতির ফল ও ঔষধি গাছের চারাগুলো জেলা প্রশাসক মো.মাহমুদুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসক অফিসের সকল, নির্বাহী কর্মকর্তা ও কর্মচারিরা হাতে হাতে নিয়ে নিচতলা থেকে ৪র্থ তলায় উঠে। এরপর সারিবদ্ধ ভাবে রাখা মাটি ও সার মিশ্রিত বড় বড় টপে তা লাগানো হয়। মুলতঃ মুজিববর্ষ উপলক্ষে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই গাছের চারা রোপন করা হয়। সেই সাথে পরিপূর্ণ ছাদ বাগান হিসেবে রূপ পায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম.অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য-প্রযুক্তি) সানিউল ফেরদৌস,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আবু সালে মোহম্মদ মাহফুজুল আলম,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ত্যেহিদুল ইশবাল, হর্টি কালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, চ্যানেল টুয়েন্টি ফোর চ্যানেলের দিনাজপুর প্রতিনিধি এর বিপুল কুমার সানী, দৈনিক প্রথম আলো’র দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, বাংলা নিউজ টুয়েন্টি ফোর এর সাংবাদিক কুরবান আলী, জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনসহ সকল নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, সময়ের সাথে এই ছাদ বাগান শুধু শৌখিনতায় আবদ্ধ থাকবেনা,তা নিরাপদ ফল-মূল উৎপাদন,সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের পলাতক মূহুর্তগুলো অবসর কাটানোর বিনোদন কেন্দ্রে পরিনত হবে। সেই সাথে এই ছাদ বাগান অনেককে ছাদ বাগান করার অনুপ্রেরণা যোগাবে ্ বলে আমার বিশ্বাস।

এই ছাদ বাগানে লাগানো হয়েছে,আম, ড্রাগন ফল, জাম্বুরা, কমলা, মালটা, বাতাবি লেবু, আঙ্গুর, পেয়ারা, আম, ডালিম, করমচা, তেঁতুল, মিষ্টি তেঁতুল, অড়বড়াই, পানি জাম, সাদা জাম, সফেদা, আমড়া, শরিফা মেওয়া, আতা ফলসহ অসংখ্য ফল ঔষধি গাছ।

ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে উঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। তাই, শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান।

তাই, দিনাজপুরের জেলা প্রশাসক মো, মাহমুদুল আলম এবার অফিসের ছাদে ছাদ বাগানের মাধ্যমে অফিসের ছাদকে নির্মল সবুজ উদ্যান করতে চান।

(এস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২০)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test