E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুর জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড, প্রাণে রক্ষা পেলো শতাধিক রোগী

২০২০ সেপ্টেম্বর ০২ ২৩:৫৪:৫২
দিনাজপুর জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড, প্রাণে রক্ষা পেলো শতাধিক রোগী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাণে রক্ষা পেলো প্রাণ শতাধিক রোগি ও তাদের স্বজন। এ হাসপাতালে আকস্মিক অগ্নিকান্ড ঘটে আজ বুধবার সন্ধ্যা ৬টায়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট প্রায় একঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই ফায়ার সার্ভিসের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বেচ্চাসেবকরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিরত ৮৪ জন রোগী এবং রোগীর অর্ধশতাধিক স্বজনকে নিচে সরিয়ে আনতে সক্ষম হয়। যদিও এতে চরম দূর্ভোগ পোহাতে হয় মূমূর্ষ রোগিদের। অগ্নিকান্ডে পুড়ে গেছে ও ক্ষয়-ক্ষতি হয়েছে, সাড়ে ৩ লাখ টাকার ওষুধ পত্রের।

হাসপাতালের ত্বত্ত্বাবধায় ডা, আব্দুল আহাদ আলী জানায়,হাসপাতালের পরিত্যক্ত আসবাবপত্র স্টোর রুম থেকেই প্রথমে আগ্নিকান্ড ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, করোনা রোগিদের জন্য ওয়ার্ড প্রস্তুতির সময় শ্রমিকদের কেউ অসাবধানতা রশতঃ সিগারেটের অবশিষ্ট অংশ আগুন পরিত্যক্ত আসবাবপত্র স্টোর রুমে ফেলে দেয়। দেখাস থেকেই অগ্নিপাতের সুত্র।

দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো.আহাদ আলী,দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন প্রাায় ৮৪ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দিনাজপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সন্ধ্যা সোয়া ৭টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দিনাজপুর জেনারেল হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ বেসরকারি অ্যাম্বুলেন্স দিয়ে জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার ৮৪জন রোগীকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২০)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test