E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

২০২০ সেপ্টেম্বর ০৩ ১৮:৫৭:২১
আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান। চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮হাজার টাকা জরিমানা আদায়।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে জেলা আইন-শৃংখলা বাহিনীর সহায়তার উপজেলা সদর বাজার ও পয়সারহাট বন্দরে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা ভোক্তা অধিদপ্তর অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া।

অভিযানে উপজেলা সদর বাজারে মোল্লা ষ্টোর্সএ মেয়াদ উত্তীর্ন মালামাল পাওয়া দোকানের মালিক জাকির মোল্লাকে ৬ হাজার টাকা, পয়সারহাট বন্দরে অঞ্জন মধুর সারের দোকানে মুল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা, একই বন্দরে মধু এন্টারপ্রাইজের মালিক শাওন মধুর দোকানে নিত্যপন্যের গায়ে খুচরা মুল্য না থাকায় ৭ হাজার ৫শ টাকা ও ভাই ভাই ষ্টোর্সএ সঠিক নিয়মের মুল্য তালিকা না থাকায় মালিক আবু বকরকে ১হাজার ৫শ টাকাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮হাজার জরিমানা করে আদারত। আদালতের অভিযোনে সহায়তা করেন থানার এসআই জসিম উদ্দিন ও উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২০)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test