E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যুতের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ

২০১৪ আগস্ট ১৬ ১৬:৪৯:৩৬
বিদ্যুতের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি : বিদ্যুতের দাবিতে গাইবান্ধা-নাকাইহাট সড়কের তিনগাছের তল এলাকায় প্রায় সাড়ে চারঘন্টা সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে তিন গ্রামের মানুষ। ট্রান্সফরমার বিকল হয়ে পড়লে পাচ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গাইবান্ধা পৌরসভার গোবিন্দপুর, কনকরায় ও তিনগাছের তল গ্রামের পাঁচ শতাধিক পরিবার।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের কয়েকজন অসাধু কর্মকর্তা ওই তিন গ্রামের মানুষের কাছে ট্রান্সফরমারের জন্য ঘুষ দাবি করেন। ঘুষ দিতে না পারায় ৫দিন ধরে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। বিক্ষুব্ধ হয়ে তারা আজ শনিবার ট্রান্সফরমার সচল করে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর দাবিতে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের উভয়পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে বিদ্যুৎ বিভাগের লোকজন ট্রান্সফরমার লাগিয়ে দিয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। অবরোধ চলাকালে ভূক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, সবুজ মিয়া, আব্দুর রাজ্জাক, রতন মিয়া প্রমুখ।
(এইচআইবি/এএস/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test