E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরায় ১৪ জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত 

২০২০ সেপ্টেম্বর ১৩ ১৪:৪২:৩৬
মাগুরায় ১৪ জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত 

মাগুরা প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ- মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে লক্ষ্য করে মাগুরার শালিখা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার ১৪টি জলাশয়ে ৪শ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। 

আজ রবিবার সকাল ১১টায় শালিখা ফটকী নদীর চুকিনগর গঙ্গার ঘাট এলাকায় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেণ শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পোনামাছ অবমুক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যড. কামাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ফটকী নদীর গঙ্গার ঘাটসহ ১৪ টি জলাশয়ে ৪শ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সহকারি মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী ও ক্ষেত্র সহকারি দেবাশীষ বিশ্বাস।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test