E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ঢুকবে আজ

২০২০ সেপ্টেম্বর ১৬ ০০:১৯:৪৪
হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ঢুকবে আজ

দিনাজপুর প্রতিনিধি : হিলি স্থলবন্দরে আটকে পড়া পেঁয়াজের ট্রাকগুলো বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে ঢুকবে। পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষ তুলে নিয়ে আগের এলসি করা এবং আটকে থাকা পেঁয়াজগুলো রপ্তানি করবে ভারত।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশিদ হারুন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানিয়েছেন, আগের খোলা ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকে পড়া যেসব পেঁয়াজ বোঝাই ট্রাকের এক্সপোর্টের অনুমতি মিলেছে অথচ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি সেসমস্ত পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

তিনি আরও জানান, ভারতের দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা।

এদিকে আমদানিকারকরা জানিয়েছেন, হিলি স্থলবন্দরের সীমান্তের ওপারে প্রায় দেড় শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় আটকা আছে।

(ওএস/পি/সেপ্টেম্বর ১৬, ২০২০ইং)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test