E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরে ফসলি জমিতে বালির স্তর

২০১৪ আগস্ট ১৬ ১৭:১৬:৩৫
বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরে ফসলি জমিতে বালির স্তর

শেরপুর প্রতিনিধি : বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকদের শত শত একর জমির সদ্য রোপিত আমন ফসল পানির নীচে তলিয়ে গেছে। তাছাড়া পাহাড়ী ঢলের সাথে আসা বালিতে ভোগাই, চেল্লাখালি, সোমেশ্বরি ও মহারশি নদীর তীরবর্তী এলাকায় ফসলি জমিতে বালির আস্তরন পড়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

গত দুই দিনের টানা বর্ষনে নালিতাবাড়ীর ভোগাই ও চেল্লাখালি নদীতে পাহাড়ি ঢলের প্রবল জোয়ারের সৃষ্টি হয়েছে। ভোগাই নদীর খালভাঙ্গা ও শিমুলতলা এলাকার তিনটি পুরাতন ভাঙ্গন দিয়ে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শত শত একর জমির সদ্য রোপিত আমন আবাদ তলিয়ে গেছে। চেল্লাখালি নদীর সন্ন্যাসীভিটায় এলাকায় ভাঙ্গনের ফলে নদী তীরবর্তী এলাকায় আমন আবাদ তলিয়ে গেছে। শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠায় স্কুলের শিক্ষার্থীরা ১৬ আগস্ট শনিবার ক্লাস করতে না পেরে বাড়ি ফিরে গেছে। পশ্চিম খালভাঙ্গা এলাকার প্রান্তিক কৃষক আলী হোসেন (৫৫) বলেন, আমি ধার দেনা করে এবছর ৪০ হাজার টাকা দিয়ে দুই একর জমি বন্ধক নিয়েছি। আরও ১০ হাজার টাকা দিয়ে এই জমি লাগিয়েছি। আমি জানতাম না এভাবে হঠাৎ পানি আইয়া পড়বো। আমার সব শেষে হয়ে গেছে। পরিজন নিয়ে কিভাবে পরের দিন গুলি পার করমু? আল্লাহ ছাড়া কেউ জানে না। কৃষক ফয়জুর রহমান (৫০) বলেন, আমি আধা একর জমি ৫ হাজার টাকা খরচ করে এই কিছু দিন আগে লাগাইলাম। এখন এই বন্যায় পাহাড়ি ঢলে আমার সব ভাইসা গেল।
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল জানান, বর্ষন ও পাহাড়ি ঢলে ৭৫ হেক্টর জমির আমন আবাদ পানির নীচে তলিয়ে গেছে। তাছাড়া বোগাই ও চেল্লাখালি নদী তীরবর্তী ৫ হেক্টর ফসলি জমিতে বালির আস্তরন পড়েছে। বালিতর আস্তরন পড়া এসব জমি অনাবাদি হয়ে যাবে, আর আবাদ-ফসল করা সম্ভব হবেনা।
এদিকে, অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ। ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকদের রোপা আমন ক্ষেত ও বীজতলা। পাহাড়ী ঢলের পানির তোড়ে সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে অর্ধশত একর ফসলী জমিতে বালির স্তর পড়েছে। এতে এ এলাকার কৃষকরা পড়েছে মহাবিপাকে।
(এইচবি/এএস/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test