E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির কালো পতাকা মিছিলে ছাত্রলীগের হামলা

২০১৪ আগস্ট ১৬ ১৭:৩৮:৪৫
বিএনপির কালো পতাকা মিছিলে ছাত্রলীগের হামলা

ঝিনাইদহ প্রতিনিধি : ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিল পন্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির এ কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় মিছিলে অংশ নিতে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় জড়ো হতে থাকে বিএনপির কর্মীরা।

অপরদিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা একত্রিত হয়। এরপর তারা বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা চালায়।

বিএনপি কর্মীরা অভিযোগ করে বলেন, "হামলাকারীদের লাঠি দিয়ে মারপিটে আহত হয়েছেন তাদের কয়েকজন কর্মী। জয় বাংলা স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দেয় কালো পতাকায়। এ সময় সেখান থেকে সরে যেতে বাধ্য হয় বিএনপির কর্মীরা।"

এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

পরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান একটি সংক্ষিপ্ত সমাবেশে কর্মীদের আশ্বস্ত করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করে বলেন, "পুলিশের নিষ্ক্রিতায় এ হামলা করেছে আওয়ামী লীগ কর্মীরা।

(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test