E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভা

২০১৪ আগস্ট ১৬ ১৮:১২:০০
কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার কলাপাড়া-রঙ্গাবালী আসনের আওয়ামী লীগের দুর্গে ফাটল ধরাতে তার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল বিরামহীন অপপ্রচারে নেমেছে-এমন দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি।

শুক্রবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাহবুবুর রহমান আরও বলেন, এই এলাকা এখন আন্তর্জাতিকভাবে পরিচিত। ভিআইপি এলাকা। বিগত পাঁচ বছরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং তার নির্দেশনায় কুয়াকাটা পর্যটন এলাকায় ২২ কিলোমিটার সড়কে তিনটি ব্রিজ নির্মাণ করা। দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হওয়া। শেরে বাংলা নৌঘাটি স্থাপন করার প্রক্রিয়া। রাঙ্গাবালীকে উপজেলায় উন্নীত, কুয়াকাটাকে পৌরসভায় উন্নীত করা। কুয়াকাটাগামী বিকল্প সড়কে সেতু নির্মান প্রক্রিয়া শুরু। কোস্টগার্ডের ট্রেনিং সেন্টার স্থাপনের প্রক্রিয়া। বিদ্যুতকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া। অসংখ্য ব্রিজ, পাকা সড়ক নির্মান। শত কিলোমিটার নতুন বিদ্যুত লাইন স্থাপন করে অর্ধশত গ্রামে বিদ্যুতায়ন করা। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্র ভবন নির্মান। স্কুল-কলেজসহ বহু সাইক্লোন শেল্টার নির্মান করা হয়েছে। এসব উন্নয়নে বিরোধীদল তথা বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ বিরোধী মানসিকতার মহল একাট্টা হয়ে কাল্পনিক বিরামহীন অপপ্রচার করে যাচ্ছে। যা এখনও অব্যাহত রয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন- যেখানে নির্বাচনী হলফনামায় তার সম্পত্তির পরিমাণ ২৮ একর ৬৫ শতক লেখা হয়েছে। সেখানে বিরামহীন ভাবে বলা হচ্ছে ২৮৬৫ একর। তিনি দাবি করেন প্রভাবশালী রাজনীতিকসহ একাধিক হাউজিং কোম্পানি এবং ভূমি দস্যুরা পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা কোটি কোটি টাকার জমি দখল করে নিয়েছে। তা রক্ষা করতে গিয়েও তিনি রোষানলে পড়েছেন। শত শত ব্যক্তি, জমির দালাল ভূমিদস্যুতা করে কোটিপতি বনে গেলেও তাদের নিয়ে কোন লেখালেখি হয় না- এমন প্রশ্ন তার। মাহবুবুর রহমান বলেন- বিগত বিএনপি জামায়াত সরকারের আমলে কলাপাড়ায় পিস্তল, কাটা রাইফেল, চল বাহিনী তার বাড়িতে দিনের বেলা হামলা করেছে। গুলি করেছে। তিনিসহ তার দলের নেতাকর্মীদের ওপর সশস্ত্র অসংখ্য হামলা হয়েছে। এসব অস্ত্র উদ্ধার প্রক্রিয়া কিংবা এনিয়ে কোন রিপোর্টিং কেন হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলেও তার এবং দলের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার করা হচ্ছে বলে এসব তদন্তের দাবি করেন। অতি সম্প্রতি অষ্ট্রেলিয়ায় যাওয়ার পরে প্রচার করা হয়েছে এক ধরনের। এখন তারা কী বলবেন এমন প্রশ্নও করেন তিনি। সর্বশেষ তিনি দাবি করেন আওয়ামী লীগের নেতৃত্ব থেকে এই এলাকা হাতছাড়া করাতে একটি সিন্ডিকেট লেগে আছে। এমনসময় তিনি দাবি করেন- আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে যারা ২০০১ সালে স্বতন্ত্র নির্বাচন করেছে ওইচক্র আবার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আওয়ামী লীগ বিরোধী মনা দল তথা গোষ্ঠীর সঙ্গে আতাত করে এমনসব অপপ্রচারে নেমেছে। প্রায় দুই ঘন্টাব্যাপী মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, শহর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি বিপুল হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এমকেআর/এএস/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test