E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

২০১৪ আগস্ট ১৬ ১৮:৩০:৫৮
নাটোরে দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি : অভ্যন্তরিন পুর্ব বিরোধের জেরে নাটোরে সোহান ( ২৫) ও নিপুন ( ২৪ ) নামে দুই যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। শনিবার দুপুর ১ টার দিকে শহরের নিচাবাজার মন্দির মাকেট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত সোহান শহরের কানাইখালি মহল্লার আব্দুল মজিদের ছেলে এবং নিপুন কান্দিভিটা এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা আহতের উদ্ধার করে নাটোরের হরিশপুরে মিশন হাসপাতালে ভর্তি করে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিশন হাসাপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিষ্টার মং জানান, দুজনেই পিঠে একাধিক স্থানে ধারারো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তারা দুজনই ছাড়পত্র নিয়ে অন্যত্র চিকিৎসার জন্য হাসপাতাল ত্যাগ করে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়,যুবলীগ কর্মী সোহান ও নিপুন মন্দির মার্কেটের সামনে দিয়ে ছায়াবানী সিনেমা হলের দিকে আসছিল। এসময় একই সংগঠনের প্রতিপক্ষ গ্র“পের ৭/৮ জন তাদের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ক্ষুরাঘাত করে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিশন হাসপাতালে ভর্তি করে। আহতরা জেলা যুবলীগ সিনিয়র সহ সভাপতি ও নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক এহিয়া চৌধুরীর সমর্থক । হামলাকারীরা যুবলীগ কর্মী সাব্বির হোসেনের সমর্থক।
স্থানীয় একটি সুত্র জানায়,গত ১৩ আগষ্ট বুধবার শহরের কানাইখালী বাসস্ট্যান্ড এলাকায় এহিয়া সমর্থকরা চাঁদাবাজির অভিযোগে সাব্বির হোসেনকে বেধড়ক মারপিট সহ কুপিয়ে আহত করে। সাব্বির বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর জেরে সাব্বির সমর্থকরা শনিবার সোহান ও নিপুনকে কুপিয়ে জখম করে।
এহিয়া চৌধুরী জানান,ঘটনার সময় স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের গাড়ি বহর যাচ্ছিল। ওই গাড়ি বহরে মোটর সাইকেলে থাকা কয়েকজন সন্ত্রাসী সোহান ও নিপুনের ওপর চড়াও হয়ে কুপিয়ে জখম করে।

নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান, ঘটনাটি শুনেছেন। তবে এব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি ।

স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জানান, এই ঘটনার সাথে গাড়ি বহরের কেউ জড়িত নয়। তার গাড়ি বহরে ২/৩টি গাড়ি ছাড়া কোন মোটর সাইকেল ছিলনা। তবে ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

(এমঅার/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test