E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গৌরনদীতে কোভিড-১৯ জরুরী সহায়তা কার্যক্রমের উদ্ধোধন

২০২০ সেপ্টেম্বর ২৪ ২০:২১:০৬
গৌরনদীতে কোভিড-১৯ জরুরী সহায়তা কার্যক্রমের উদ্ধোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে কোভিড-১৯ জরুরি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ব্যক্তিদের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্ধোধন করা হয়েছে। 

হিলফে ফিউর বাংলাদেশ ও লিক্সটেন স্টাইল এর অর্থায়নে, বে-সরকারি সাহায্য সংস্থা ‘আলোক বাংলার’ আয়োজনে বৃহস্পতিবার দুুপরে উপজেলার ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সংস্থার সভাপতি রুহী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সংস্থার নিবার্হী পরিচালক (উন্নয়ন) জাহিদুল ইসলাম, ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোক্তার হোসেন সিকদার, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ ছালেহা আক্তার, কাজী মোকলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাকির হোসেন, ইউপি সদস্য শহীদুল ইসলাম, শিক্ষক মুনছুর আলী হাওলাদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন বেগম, যুবলীগ নেতা রমজান আলী হাওলাদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে প্রতি পরিবারকে ১০কেজি চাল, ৩কেজি আলু, ১কেজি করে ডাল, লবন, ১লিটার সয়ামিন তৈল, ২টি সাবান ও ৪টি মাক্স ৮ শত পরিবারের মধ্যে দক্ষিণ ধানডোবা গ্রামের ১১০টি পরিবারে মাঝে বিতরণের মধ্য দিয়ে কোভিড-১৯ জরুরি সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করা হয়। বাকী ৬৯০ পরিবারকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test