E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মোংলা বন্দরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পণ্য ওঠানামা ব্যাহত 

২০২০ সেপ্টেম্বর ২৫ ১৯:৫৫:৫৮
মোংলা বন্দরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পণ্য ওঠানামা ব্যাহত 

বাগেরহাট প্রতিনিধি : মোংলা বন্দরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে শুক্রবারও তিন নম্বর সংকেত বহাল রয়েছে। গত কয়েকদিন ধরে বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। 

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল বলেন, বৃষ্টিপাতের কারণে তার নিজস্ব ষ্টিভিডরিংয়ের সার ও মেশিনারী পণ্যের জাহাজ দুইটিতে গত ৪ দিন ধরে কাজ বন্ধ রয়েছে। বৃষ্টির মধ্যে ক্যাপ্টেন জাহাজের হ্যাচ/হ্যাজ খুলতে না দেয়ায় পণ্য খালাস করা যাচ্ছেনা। ফলে শ্রমিক-কর্মচারীদের জাহাজে বেকার বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে। এমতাবস্থায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীরা।

শুক্রবার বন্দরে সার, কিংক্লার, মেশিনারী, পাথর ও গ্যাস বিভিন্ন পণ্যবাহী ১০টি জাহাজের অবস্থান রয়েছে। এদিকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবী করেছেন বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাষ্টার প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার জাহিদুর রহমান।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার নিরাপদে ফিরে এসে উপকূলের কাছাকাছি নদী খালসহ সুন্দরবনের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

২২ অক্টোবর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test