E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু ও বরই আটক করেছে বিজিবি

২০১৪ আগস্ট ১৭ ১৩:২৯:৫০
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু ও বরই আটক করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকা থেকে পৃথক অভিযানে ২৭ টি ভারতীয় গরু ও ৯ হাজার ৬শ ৯০কেজি বরই আটক করেছে বিজিবি । তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রী গণপতি রায়ের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় অবস্থান নেয়। এই সময় ওই পথ দিয়ে নিয়ে আসা ২৭ টি ভারতীয় গরু আটক করে । আটককৃত গরুর মূল্য সাড়ে ১৩ লাখ টাকা।

তিনি আরো জানান গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বিজিবির অপর একটি দল নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রী গণপতি রায়ের নেতৃত্বে একই এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আমদানীকৃত ৯ হাজার ৬শ ৯০কেজি বরই বোঝাই একটি ট্রাক আটক করে। আটককৃত বরইয়ের মূল্য ৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

আটককৃত গরু,বরই ও ট্রাক চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে বিজিবি অধিনায়ক জানান।

(এআরএন/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test