E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলায় মাস্ক না পরায় ৩২ জনকে অর্থদণ্ড

২০২০ সেপ্টেম্বর ৩০ ১৮:৩৪:১৪
মোংলায় মাস্ক না পরায় ৩২ জনকে অর্থদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : চলমান করোনা পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে মোংলা পৌর শহরে অভিযান শুরু করেছে প্রশাসন।

বুধবার দুপুরে শহরের চৌধুরীর মোড়, তাজমহল রোড, শেখ আ. হাই সড়ক ও তালুকদার আব্দুল খালেক সড়কে মুখে মাস্ক ব্যবহার না করায় ৩২ জনকে পথচারী ও দোকানীকে ৫শত টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

মোংলায় মাস্ক পরিধান বাধ্যতামুলক করার অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মন্ডল উপস্থিত ছিলেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, মাস্ক পরিধান না করে রাস্তার বের হওয়া প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। করোনা সংক্রমণ থেকে নিজে ও অপরকে বাঁচতে হলে অবশ্যই মাস্ক বাধ্যতামুলক ব্যবহার করতে হবে। এজন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test